বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারা দেশে ৩ মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসাবে কুষ্টিয়া দৌলতপুরে প্রাগপুর ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।১৭ জানুয়ারি শুক্রবার বিকালে উপজেলা মহিষকুন্ডি কাচারি বাড়ি মাঠে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা শিমুল এর সঞ্চালনায়, উপজেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুরাইয়া আক্তার কাজলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা কৃষকদলের আহ্বায়ক আরিফুর রহমান সুমন ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা কৃষকদলের সদস্য সচিব এডভোকেট নুরুল ইসলাম, উপজেলা কৃষকদলের আহ্বায়ক আরিফুল ইসলাম নান্নু, আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষকদলের সদস্য সচিব রুহুল আমিন সহ বিএনপির অঙ্গসংগঠনের বিভিন্ন নেতাকর্মী। দীর্ঘ ১৭ বছর পর ইউনিয়ন পর্যায়ে এমন সমাবেশ নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাসের সৃষ্টি করেছে।