আফিফ বলেন, ব্যক্তিগত লক্ষ্য তো সব সময় থাকে ভালো করা। আর প্রত্যেকটা বিপিএলে আমি কখনও লোয়ার অর্ডারে ব্যাটিং করিনি। বিপিএলে টপ অর্ডারেই ব্যাটিং করেছি। আশা করি এবারও টপ অর্ডারে ব্যাটিং আর টিমের জন্য টুর্নামেন্ট শেষে নিজেকে ভালো অবস্থানে দেখতে পারব।
বিপিএল ছাড়া লঙ্কা প্রিমিয়ার লিগে জাফনা কিংস এবং ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের জার্সিতে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। এ ছাড়া কিছুদিন আগেই রংপুর রাইডার্সের জার্সিতে গ্লোবাল লিগ টি-টোয়েন্টির শিরোপা জিতেছেন আফিফ।
তিনি বলেন, প্রতিটি বিপিএলই প্রত্যেক প্লেয়ারের জন্য অনেক গুরুত্বপূর্ণ। পার্সোনালি আমি সব সময় আমার জন্য গুরুত্বপূর্ণ। এখানে ভালো করতে পারলে সামনে অনেক অনেক জায়গায় সুযোগ আসে। শুধু ইন্টারন্যাশনালে না, অন্যান্য ফ্রাঞ্চাইজিতেও সুযোগ আসে। আশা থাকবে নিজের বেস্টটা যাতে দিতে পারি টিমের জন্য।
এবার খুলনাতে আফিফের সঙ্গী মেহেদী হাসান মিরাজ, ওশানে থমাস, হাসান মাহমুদ, নাইম শেখ, ইমরুল কায়েস, নাসুম আহমেদ, মোহাম্মদ নেওয়াজ, মাহিদুল ইসলাম অঙ্কন, মোহাম্মদ হাসনাইন, লুইস গ্রেগরি, আবু হায়দার রনি, জিয়াউর রহমান, মাহফুজুর রহমান রাব্বি, মাহমুদুল হাসান জয়দের মতো ক্রিকেটাররা।
খুলনা দল নিয়ে আফিফ বলেন, টিম তো অবশ্যই অনেক ভালো হয়েছে, বিশেষ করে আমাদের লোকাল প্লেয়াররা অনেক ভালো আছে এবং ফরেইন প্লেয়ার যারা আছে তারা যদি ফ্রি থাকে তাহলে তো কম্বিনেশনে অবশ্যই খুব ভালো টিম হয়েছে।