শিরোনাম
নির্বাচিত সরকার অনির্বাচিত সরকারের চেয়ে ভালো : ফখরুল ভাঙ্গায় ১৫ কেজি গাঁজাসহ ২ নারী ভুয়া সাংবাদিক আটক সদরপুরে ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে কলেজ ছাত্র নিহত জালিয়াতির অভিযোগ, শিল্পী সমিতি থেকে বহিষ্কার নিপুণ আমাদের ভালো মানুষ দরকার : তারেক রহমান জুলাই গণ-অভ্যুত্থানে আহত সূর্য সন্তানদের ভোটার করতে হাসপাতালে যাবে ইসি আবারও রিয়ালের সভাপতি নির্বাচিত হলেন পেরেজ এসি তানজিলসহ ৩ পুলিশ সদস্যকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠাল ট্রাইব্যুনাল মান্দা মডেল প্রেসক্লাবের সভাপতি রাজ্জাক ও সম্পাদক পলাশ চৌহালী উপজেলা বিএনপির উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত গার্লফ্রেন্ডকেই বিয়ে করলেন গায়ক দর্শন রাভাল ‘পিনিক’–এ ফার্স্ট লুকে অন্য রকম বুবলী উপার্জন হালাল হলে দোয়া কবুল হয় সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের আয়কর নথি জব্দের আদেশ বন্দী বিনিময় সফল হবে, আশাবাদ কাতারের কোথায় আছেন শিরীন শারমিন চৌধুরী তামিমের হলোটা কী! রূপগঞ্জে জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালন পতনের পর স্পেনে মুসলমানের জীবন সাড়া ফেলেছে ফারহান-ফারিণের ‘মনের মাঝে তুমি’
মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৫:৩২ অপরাহ্ন

বিপিএলে টপ অর্ডারেই ব্যাটিং করতে চান আফিফ

অনলাইন ডেস্ক
আপলোড সময় : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বরাবরই টপ অর্ডারে ব্যাটিং করে আসছেন আফিফ হোসেন। খুলনা টাইগার্সের হয়ে এবারও এই পজিশনেই ব্যাট করতে চান তিনি। বিপিএলে আরও ভালো খেলে বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগেও ডাক পেতে চান এই বাঁহাতি ব্যাটার।

বিপিএলে খুলনা টাইগার্স ছাড়াও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, রাজশাহী রয়্যালস, সিলেট সিক্সার্সের হয়ে বিপিএল খেলেছেন আফিস। বিপিএল ক্যারিয়ারের ৭৪ ম্যাচে তার সংগ্রহ এক হাজার ৫৯৭ রান।

আফিফ বলেন, ব্যক্তিগত লক্ষ্য তো সব সময় থাকে ভালো করা। আর প্রত্যেকটা বিপিএলে আমি কখনও লোয়ার অর্ডারে ব্যাটিং করিনি। বিপিএলে টপ অর্ডারেই ব্যাটিং করেছি। আশা করি এবারও টপ অর্ডারে ব্যাটিং আর টিমের জন্য টুর্নামেন্ট শেষে নিজেকে ভালো অবস্থানে দেখতে পারব।

বিপিএল ছাড়া লঙ্কা প্রিমিয়ার লিগে জাফনা কিংস এবং ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের জার্সিতে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। এ ছাড়া কিছুদিন আগেই রংপুর রাইডার্সের জার্সিতে গ্লোবাল লিগ টি-টোয়েন্টির শিরোপা জিতেছেন আফিফ।

তিনি বলেন, প্রতিটি বিপিএলই প্রত্যেক প্লেয়ারের জন্য অনেক গুরুত্বপূর্ণ। পার্সোনালি আমি সব সময় আমার জন্য গুরুত্বপূর্ণ। এখানে ভালো করতে পারলে সামনে অনেক অনেক জায়গায় সুযোগ আসে। শুধু ইন্টারন্যাশনালে না, অন্যান্য ফ্রাঞ্চাইজিতেও সুযোগ আসে। আশা থাকবে নিজের বেস্টটা যাতে দিতে পারি টিমের জন্য।

এবার খুলনাতে আফিফের সঙ্গী মেহেদী হাসান মিরাজ, ওশানে থমাস, হাসান মাহমুদ, নাইম শেখ, ইমরুল কায়েস, নাসুম আহমেদ, মোহাম্মদ নেওয়াজ, মাহিদুল ইসলাম অঙ্কন, মোহাম্মদ হাসনাইন, লুইস গ্রেগরি, আবু হায়দার রনি, জিয়াউর রহমান, মাহফুজুর রহমান রাব্বি, মাহমুদুল হাসান জয়দের মতো ক্রিকেটাররা।

খুলনা দল নিয়ে আফিফ বলেন, টিম তো অবশ্যই অনেক ভালো হয়েছে, বিশেষ করে আমাদের লোকাল প্লেয়াররা অনেক ভালো আছে এবং ফরেইন প্লেয়ার যারা আছে তারা যদি ফ্রি থাকে তাহলে তো কম্বিনেশনে অবশ্যই খুব ভালো টিম হয়েছে।


এই বিভাগের আরও খবর