শিরোনাম
রূপগঞ্জে তারুণ্যের উৎসবে বিতর্ক ও চিত্রাংকন প্রতিযোগিতা সদরপুরে হত্যা মামলার আসামি ধরতে গিয়ে দুই পুলিশ আহত যশোররে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে কেন্দ্র ঘোষিত গণসংযোগ ও লিফলেট বিতরণ ফরিদপুরে চুরি করতে গিয়ে চিনে ফেলায় হত্যা, অতঃপর আটক ৩ পত্নীতলায় দুই ভুয়া চিকিৎসক ও ক্লিনিক মালিকের জেলা জরিমানা নওগাঁ জেলা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন নওগাঁয় বিএমএসএফ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে ১০০ বোতল ফেনসিডিল সহ ০২ জন গ্রেফতার কক্সবাজারে খুলনার টিপু হত্যায় জড়িত তিনজন সিলেট থেকে গ্রেফতার কুষ্টিয়ার দৌলতপুরে বিদশী পিস্তল গুলিসহ  আটক ২ জীবনের ছুটে যাওয়া নামাজ কীভাবে আদায় করব? নতুন মূল্য নির্ধারণ: ১২ কেজির এলপিজি’র দাম ১৪৫৯ টাকা হেলমান্দের পথে-প্রান্তরে হাজার বছরের ঐতিহ্য বগুড়ায় জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুরে জিংক সমৃদ্ধ ধান সম্প্রসারণের লক্ষ্যে কর্মশালা গাজায় যুদ্ধ করতে চায় না অনেক ইসরায়েলি সেনা ঘণ্টায় ২০০০ ডলার দিয়ে দমকলকর্মী ভাড়া করছে লস অ্যাঞ্জেলেসের ধনীরা চট্টগ্রামে ইউপি চেয়ারম্যান গ্রেফতার সাবেক মন্ত্রী শাহাব উদ্দিন ও তার ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী পাকিস্তান
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০২:৪১ অপরাহ্ন

ইসরায়েলি হামলা থেকে বেঁচে ফেরার বর্ণনা দিলেন ডব্লিউএইচওপ্রধান

অনলাইন ডেস্ক
আপলোড সময় : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আধানম গেব্রিয়েসাস শনিবার জানিয়েছেন, তিনি ইয়েমেনের হুতি বিদ্রোহী নিয়ন্ত্রিত রাজধানী সানায় বিমানবন্দরে ইসরায়েলি হামলার ফলে মৃত্যুর হাত থেকে অল্পের জন্য বেঁচে গিয়েছেন।

গেব্রিয়েসাস বিবিসি রেডিওকে জানিয়েছেন, বৃহস্পতিবারের হামলার পর তার কানে এখনো রিং বাজছে। তিনি সানায় একটি ফ্লাইটে ওঠার প্রস্তুতি নেওয়ার সময় ওই হামলা করা হয়। পাশাপাশি আন্তর্জাতিক আইনে বেসামরিক স্থাপনাগুলোর সুরক্ষা বজায় রাখার গুরুত্বের কথাও তুলে ধরেন তিনি।

 

সেদিন ইসরায়েলি বিমান হামলা সানার আন্তর্জাতিক বিমানবন্দর ও ইয়েমেনের অন্যান্য লক্ষ্যবস্তুতে আঘাত হানে। ইসরায়েলি সামরিক বাহিনী ওই আক্রমণগুলোকে বিদ্রোহীদের ‘সামরিক লক্ষ্য’ বলে অভিহিত করেছে। ১৯ ডিসেম্বরের পর এটি ইয়েমেনে ইসরায়েলের দ্বিতীয়বার হামলা। এর আগে বিদ্রোহীরাও ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়েছিল।

 

জাতিসংঘের স্বাস্থ্য সংস্থার প্রধান বৃহস্পতিবারের হামলার দৃশ্য বর্ণনা করেছেন। তিনি বলেন, ‘আমরা কাছাকাছি একটি ভারী বিস্ফোরণের শব্দ শুনেছিলাম। পরে সেটি ফের ঘটছিল বলে আমার মনে হচ্ছিল। শব্দটি এতটাই, এতটাই জোরালো ছিল…আসলে এতটাই বধির করে দেওয়ার মতো।

এখন পর্যন্ত আমার কান বাজছে। এরই মধ্যে ২৪ ঘণ্টারও বেশি সময় হয়ে গেছে। আমি জানি না এটা আমার কানে কী প্রভাব ফেলেছে। বিস্ফোরণটা এতটাই শক্তিশালী ছিল।’ 

গেব্রিয়েসাস বলেন, ‘এটি (হামলা) আমাদের পাশের ডিপারচার লাউঞ্জে আঘাত হেনেছিল এবং পরে নিয়ন্ত্রণ টাওয়ারে।

এটি ছিল খুবই অরাজক পরিস্থিতি। মানুষ বিভ্রান্ত হয়ে চারদিকে দৌড়াচ্ছিল এবং আশ্রয় নেওয়ার কোনো জায়গা ছিল না। আমরা পুরোপুরি উন্মুক্ত ছিলাম। এটা ভাগ্যের ব্যাপার। অন্যথায় ক্ষেপণাস্ত্রটি সামান্যও বিচ্যুত হলে আমাদের মাথার ওপর পড়তে পারত…আমার সহকর্মী আসলে পরে বলেছিলেন, আমরা একেবারে মৃত্যুর হাত থেকে বেঁচে গিয়েছি।’ 

‘অত্যন্ত বিপজ্জনক’
হুতি উপপরিবহন মন্ত্রী ইয়াহিয়া আল-সায়ানি বলেছেন, এই হামলায় চারজন নিহত এবং ২০ জন আহত হয়েছে। টেড্রোস জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের পক্ষ থেকে ইয়েমেনে সফর করছিলেন, যা আটকে পড়া জাতিসংঘ কর্মীদের মুক্তির চেষ্টা এবং যুদ্ধবিধ্বস্ত দেশটির স্বাস্থ্য ও মানবিক পরিস্থিতি পর্যালোচনার একটি মিশনের অংশ ছিল।

ওই বিমানবন্দরে তার উপস্থিতি সম্পর্কে ইসরায়েল জানার বিষয়ে গেব্রিয়েসাস বলেন, ‘আমাদের ফ্লাইট ও অন্যান্য তথ্য আন্তর্জাতিকভাবে জানা থাকে। সুতরাং আমি অনুমান করি, যারা জানতে চায়, তারা জানে। আমি তেমনটাই অনুমান করছি। তবে আমি মনে করি, ইসরায়েলকে এই ব্যাপারে প্রশ্ন করা উচিত।’

তিনি আরো বলেন, ‘এটা তেমন গুরুত্বপূর্ণ নয় যে আমি সেখানে ছিলাম কিনা…যদি এটি একটি বেসামরিক স্থাপনা হয়, তাহলে তা সুরক্ষিত থাকা উচিত, আন্তর্জাতিক আইনের ভিত্তিতে। তারা জানত কিনা, তা তেমন গুরুত্বপূর্ণ নয়…আন্তর্জাতিক আইনকে শ্রদ্ধা করতে হবে।’

ডব্লিউএইচওপ্রধান জানান, তিনি একটি ডিপারচার লাউঞ্জ দেখেছেন, যেখানে বেসামরিক নাগরিকরা ছিল এবং বেসামরিক বিমানগুলো পার্ক করা ছিল। তিনি বলেন, ‘আমি যা জানি তা হলো, এটি একটি বেসামরিক বিমানবন্দর। যদি কিছু অন্যথা থাকে, আমি তা দেখিনি। তবে আমি জানি, এটি তখন বেসামরিক ফ্লাইট সেবা প্রদান করছিল।’

জাতিসংঘের স্বাস্থ্য সংস্থার প্রধান এক্সে ওই হামলার ভিডিও পোস্ট করেছেন এবং ধন্যবাদ জানিয়েছেন তার সহকর্মী ও বিমানবন্দর কর্মীদের, যারা ‘অত্যন্ত বিপজ্জনক হামলার’ সময় তাকে রক্ষা করার চেষ্টা করেছিলেন। তিনি ও তার দল নিরাপদে জর্দানে পাড়ি জমিয়েছেন।

সূত্র : এএফপি


এই বিভাগের আরও খবর