শিরোনাম
যশোররে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে কেন্দ্র ঘোষিত গণসংযোগ ও লিফলেট বিতরণ ফরিদপুরে চুরি করতে গিয়ে চিনে ফেলায় হত্যা, অতঃপর আটক ৩ পত্নীতলায় দুই ভুয়া চিকিৎসক ও ক্লিনিক মালিকের জেলা জরিমানা নওগাঁ জেলা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন নওগাঁয় বিএমএসএফ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে ১০০ বোতল ফেনসিডিল সহ ০২ জন গ্রেফতার কক্সবাজারে খুলনার টিপু হত্যায় জড়িত তিনজন সিলেট থেকে গ্রেফতার কুষ্টিয়ার দৌলতপুরে বিদশী পিস্তল গুলিসহ  আটক ২ জীবনের ছুটে যাওয়া নামাজ কীভাবে আদায় করব? নতুন মূল্য নির্ধারণ: ১২ কেজির এলপিজি’র দাম ১৪৫৯ টাকা হেলমান্দের পথে-প্রান্তরে হাজার বছরের ঐতিহ্য বগুড়ায় জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুরে জিংক সমৃদ্ধ ধান সম্প্রসারণের লক্ষ্যে কর্মশালা গাজায় যুদ্ধ করতে চায় না অনেক ইসরায়েলি সেনা ঘণ্টায় ২০০০ ডলার দিয়ে দমকলকর্মী ভাড়া করছে লস অ্যাঞ্জেলেসের ধনীরা চট্টগ্রামে ইউপি চেয়ারম্যান গ্রেফতার সাবেক মন্ত্রী শাহাব উদ্দিন ও তার ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী পাকিস্তান সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর গ্রেফতার জালিমের করুণ পরিণতি
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৫:৫২ পূর্বাহ্ন

জো বাইডেনের ক্ষমার আদেশ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা

অনলাইন ডেস্ক
আপলোড সময় : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্রিসমাসের দিনে এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে প্রেসিডেন্ট জো বাইডেনের ক্ষমার আদেশের কঠোর সমালোচনা করেছেন। ট্রাম্প ৩৭ জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে উদ্দেশ্য করে বলেছেন, ‘নরকে যাও।’  

ট্রাম্প বরাবরই মৃত্যুদণ্ডের পক্ষে জোরাল অবস্থান নিয়েছেন। বাইডেনের সিদ্ধান্তকে আক্রমণ করে তার প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ লিখেছেন, এই ৩৭ জন সবচেয়ে সহিংস অপরাধী, যারা হত্যা, ধর্ষণ এবং লুটপাট করেছে। অথচ তাদেরকে ক্ষমা করে দিলেন স্লিপি জো বাইডেন। আমি তাদেরকে ক্রিসমাসের শুভেচ্ছা জানাতে পারি না, বরং বলি, ‘নরকে যাও!’  

জো বাইডেন একসময় মৃত্যুদণ্ডের পক্ষে ছিলেন। সোমবার তার সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিয়ে বলেন, আমার বিবেক দ্বারা পরিচালিত হয়ে আমি নিশ্চিত হয়েছি যে, আমাদের ফেডারেল স্তরে মৃত্যুদণ্ড বন্ধ করতে হবে। আমি চুপচাপ বসে থাকতে পারি না এবং একটি নতুন প্রশাসনকে আবার মৃত্যুদণ্ড কার্যকর করার সুযোগ দিতে পারি না।

বাইডেনের আদেশে ফেডারেল মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৪০ জনের মধ্যে ৩৭ জনের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড করা হয়েছে। তবে তিনজনের সাজা অপরিবর্তিত রাখা হয়েছে, যাদের অপরাধ সন্ত্রাস বা ঘৃণামূলক অপরাধ হিসেবে চিহ্নিত। এদের মধ্যে রয়েছে ২০১৩ সালের বোস্টন ম্যারাথন বোমা হামলার অপরাধী জোখার সর্নায়েভ।

ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালে দীর্ঘ ১৭ বছরের বিরতির পর আবার ফেডারেল মৃত্যুদণ্ড পুনরায় চালু করেছিলেন এবং তার প্রশাসনে ১০ জনেরও বেশি মৃত্যুদণ্ড কার্যকর হয়েছিল। এই সংখ্যা তার পূর্ববর্তী ১০ প্রেসিডেন্টের সম্মিলিত মৃত্যুদণ্ড কার্যকর করা সংখ্যার চেয়েও বেশি।

বাইডেনের সিদ্ধান্ত নিয়ে মতবিরোধ দেখা দিয়েছে। নাগরিক অধিকার আন্দোলনের নেতা মার্টিন লুথার কিং জুনিয়রের পুত্র মার্টিন লুথার কিং তৃতীয় বাইডেনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। ডেথ পেনাল্টি ইনফরমেশন সেন্টারের তথ্য অনুযায়ী, সাজা কমানো ব্যক্তিদের মধ্যে বেশিরভাগই সংখ্যালঘু সম্প্রদায়ের, এবং ৩৮% কালো সম্প্রদায়ের মানুষ।


এই বিভাগের আরও খবর