ঢাকা ১১:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

প্রেমিকের মৃত্যুর খবর শুনে প্রেমিকার আত্মহত্যা

  • Mst Sweety
  • আপডেট সময় : ০৮:৫৪:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪
  • ১১ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রেমিকের আত্মহত্যার খবর পেয়ে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন তার প্রেমিকা। মঙ্গলবার বেলা ১১টার দিকে বাড়িতে গ্যাস ট্যাবলেট খাওয়ার পর হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। 

এর আগে মেয়েটির প্রেমিক সোমবার গভীর রাতে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গাড়াদহ এলাকার বিকাশ কর্মকারের ছেলে মদন কর্মকার বগুড়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। আত্মহননকারী প্রেমিকা সুদীপ্তা দাস কেকা একজন সঙ্গীত শিল্পী। সুদীপ্তা কেকা শাহজাদপুরে পৌর শহরের সাহাপাড়া গ্রামের বাসুদেব দাসের মেয়ে। সে এ বছর শাহজাদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ থেকে অনার্স ফাইনাল ইয়ারের পরীক্ষা দিয়েছিল।

জানা যায়, মদন কর্মকার বিবাহিত হওয়া সত্ত্বেও সুদীপ্তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছিল। তবে সুদীপ্তাকে তিনি বুঝতে দেননি যে তিনি বিবাহিত। মদনের কর্মস্থল বগুড়ায় হওয়ায় সুদীপ্তা মাঝে মধ্যেই সেখানে গিয়ে দেখা করতেন। এ অবস্থায় মদন সোমবার রাতে বগুড়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। এ খবর শুনেই প্রেমিকা সুদীপ্তা দাস কেকা জানতে পেরে গ্যাস ট্যাবলেট খায়। বিষয়টি পরিবারের লোকজন বুঝতে পেরে তাকে দ্রুত স্থানীয় পিপিডি হাসপাতালে নিলে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করতে বলেন। পরবর্তীতে সেখানে নিলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে নেওয়ার পথে ওই বিকেলে মারা যান সুদীপ্তা দাস।

আত্মহনকারী সুদীপ্তার চাচা জানান, পেটের ব্যথার কারণে ছটফট করা অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক বলে বিষ খেয়েছেন। কি কারণে খেয়েছে তা আমাদের জানা নেই। এমনকি কারো প্রতি আমাদের কোন অভিযোগ নেই।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম আলী জানান, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর রহস্য জানা যাবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রেমিকের মৃত্যুর খবর শুনে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে জানতে পেরেছি। তদন্ত শেষে এ ঘটনার প্রকৃত কারণ জানা যাবে বলে জানান ওসি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে বিএসটিআই ও র‍্যাবের যৌথ অভিযানে ৫ লক্ষ্য টাকা জরিমানা

প্রেমিকের মৃত্যুর খবর শুনে প্রেমিকার আত্মহত্যা

আপডেট সময় : ০৮:৫৪:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রেমিকের আত্মহত্যার খবর পেয়ে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন তার প্রেমিকা। মঙ্গলবার বেলা ১১টার দিকে বাড়িতে গ্যাস ট্যাবলেট খাওয়ার পর হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। 

এর আগে মেয়েটির প্রেমিক সোমবার গভীর রাতে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গাড়াদহ এলাকার বিকাশ কর্মকারের ছেলে মদন কর্মকার বগুড়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। আত্মহননকারী প্রেমিকা সুদীপ্তা দাস কেকা একজন সঙ্গীত শিল্পী। সুদীপ্তা কেকা শাহজাদপুরে পৌর শহরের সাহাপাড়া গ্রামের বাসুদেব দাসের মেয়ে। সে এ বছর শাহজাদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ থেকে অনার্স ফাইনাল ইয়ারের পরীক্ষা দিয়েছিল।

জানা যায়, মদন কর্মকার বিবাহিত হওয়া সত্ত্বেও সুদীপ্তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছিল। তবে সুদীপ্তাকে তিনি বুঝতে দেননি যে তিনি বিবাহিত। মদনের কর্মস্থল বগুড়ায় হওয়ায় সুদীপ্তা মাঝে মধ্যেই সেখানে গিয়ে দেখা করতেন। এ অবস্থায় মদন সোমবার রাতে বগুড়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। এ খবর শুনেই প্রেমিকা সুদীপ্তা দাস কেকা জানতে পেরে গ্যাস ট্যাবলেট খায়। বিষয়টি পরিবারের লোকজন বুঝতে পেরে তাকে দ্রুত স্থানীয় পিপিডি হাসপাতালে নিলে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করতে বলেন। পরবর্তীতে সেখানে নিলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে নেওয়ার পথে ওই বিকেলে মারা যান সুদীপ্তা দাস।

আত্মহনকারী সুদীপ্তার চাচা জানান, পেটের ব্যথার কারণে ছটফট করা অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক বলে বিষ খেয়েছেন। কি কারণে খেয়েছে তা আমাদের জানা নেই। এমনকি কারো প্রতি আমাদের কোন অভিযোগ নেই।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম আলী জানান, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর রহস্য জানা যাবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রেমিকের মৃত্যুর খবর শুনে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে জানতে পেরেছি। তদন্ত শেষে এ ঘটনার প্রকৃত কারণ জানা যাবে বলে জানান ওসি।