পেশাদার রেসলিং ইন্ডাস্ট্রিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন রে মিস্টেরিও সিনিয়র। তার কীর্তিকে এগিয়ে নিয়ে গিয়েছেন ভাইয়ের ছেলে রে মিস্টেরিও। শুরুতে রে মিস্টেরিও জুনিয়র নাম নিয়ে ক্যারিয়ার শুরু করলেও পরে নাম থেকে জুনিয়র লেখাটা ফেলে রে মিস্টেরিও নামে যাত্রা শুরু করেন। ১৯৯৫ সালে রে মিস্টেরিও সিনিয়র ও জুনিয়র মিলে ডব্লিউ ডব্লিউ ই ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ জেতেন। যা রেসলিংয়ের রিংয়ে একটি স্মরণীয় মুহূর্ত।
রে মিস্টেরিও সিনিয়রের মৃত্যুতে রেসলিংয়ে লুচা লিব্রা সম্প্রদায় বড় ধরনের ধাক্কা খেয়েছে। লুচা লিব্রা এএএ সংস্থার পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে শোক প্রকাশ করা হয়েছে।
লুচা লিব্রা হলো পেশাদার কুস্তির একটি কৌশল। এখানে অংশগ্রহণকারীরা মুখোশ পরে খেলতে নামেন এবং অ্যাক্রোব্যাটিক কৌশল ব্যবহার করেন। এখানে অংশগ্রহণকারীরা যে মুখোশ ব্যবহার করেন, সেটাও একই ধরনের হয়। এখানে মাথা ঢাকা থাকে। শুধু চোখ, মুখ ও নাক খোলা থাকে।