শিরোনাম
যশোররে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে কেন্দ্র ঘোষিত গণসংযোগ ও লিফলেট বিতরণ ফরিদপুরে চুরি করতে গিয়ে চিনে ফেলায় হত্যা, অতঃপর আটক ৩ পত্নীতলায় দুই ভুয়া চিকিৎসক ও ক্লিনিক মালিকের জেলা জরিমানা নওগাঁ জেলা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন নওগাঁয় বিএমএসএফ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে ১০০ বোতল ফেনসিডিল সহ ০২ জন গ্রেফতার কক্সবাজারে খুলনার টিপু হত্যায় জড়িত তিনজন সিলেট থেকে গ্রেফতার কুষ্টিয়ার দৌলতপুরে বিদশী পিস্তল গুলিসহ  আটক ২ জীবনের ছুটে যাওয়া নামাজ কীভাবে আদায় করব? নতুন মূল্য নির্ধারণ: ১২ কেজির এলপিজি’র দাম ১৪৫৯ টাকা হেলমান্দের পথে-প্রান্তরে হাজার বছরের ঐতিহ্য বগুড়ায় জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুরে জিংক সমৃদ্ধ ধান সম্প্রসারণের লক্ষ্যে কর্মশালা গাজায় যুদ্ধ করতে চায় না অনেক ইসরায়েলি সেনা ঘণ্টায় ২০০০ ডলার দিয়ে দমকলকর্মী ভাড়া করছে লস অ্যাঞ্জেলেসের ধনীরা চট্টগ্রামে ইউপি চেয়ারম্যান গ্রেফতার সাবেক মন্ত্রী শাহাব উদ্দিন ও তার ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী পাকিস্তান সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর গ্রেফতার জালিমের করুণ পরিণতি
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৬:১২ পূর্বাহ্ন

টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেলো ১৮ কিশোর

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪

টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে সাইকেল, ইলেকট্রিক চুলা ও ডিনারসেটসহ নানা পুরস্কার পেয়েছে ১৮ কিশোর-তরুণ। শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকালে মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ভট্টাচার্য্যরে ভাগ এলাকায় অনুষ্ঠিত হয় ব্যাতিক্রমধর্মী এই উদ্যোগের পুরস্কার বিতরণ অনুষ্ঠান। এমন আয়োজনে উচ্ছ্বসিত কিশোররা আর প্রশংসা করেছে স্থানীয়রা।

আয়োজক ও স্থানীয়রা জানান, স্থানীয় দারুল উলুম বি-বাগ কওমি মাদ্রাসা ও স্থানীয় জামে মসজিদের উদ্যোগে পঞ্চম শ্রেনী থেকে দশম শ্রেণীতে পড়ুয়া তরুণ-কিশোরদের ফজরের জামায়াতে নামাজ পড়লে পুরস্কারের ঘোষণা দেয়া হয়। এর মূল লক্ষ্য ছিলো এলাকায় মাদক সন্ত্রাস ও দুর্নীতি অপসারণের পাশাপাশি কিশোর থেকে তরুণদের নামাজের প্রতি আকৃষ্ট করে তোলা।

প্রায় দেড় মাস আগে দেয়া এ ঘোষণায় অনেক কিশোর-তরুণরা মসজিদে নামাজে আসতে শুরু করে। শেষ পর্যন্ত ১৮ জন টানা ৪০ দিন ফজরের নামাজ জামায়াতে পড়তে সক্ষম হয়। আজ তাদের নিয়ে একটি কুইজ আয়োজন করে বিভিন্ন কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে বেশি মার্ক পাওয়া চারজনকে সাইকেল, পর্যায়ক্রমে ছয়জনকে ইলেকট্রিক চুলা ও বাকি আটজনকে ডিনারসেট উপহার দেয়া হয়।

এদিকে নামাজে অংশ নেয়া শিশু-কিশোর ও তাদের অভিভাবকরা জানায়, শুধুমাত্র সাইকেল কিংবা অন্য পুরস্কারের জন্য নয় বরং মহান আল্লাহর সন্তুষ্ট অর্জনই নামাজ আদায়ের মূল্য লক্ষ্য ছিলো। তবে পুরস্কারের পেয়ে সবাই আনন্দিত।

 


এই বিভাগের আরও খবর