নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ১নং ওয়ার্ডের বাতানপাড়ায় এলাকায় বিএনপির কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার ১নং ওয়ার্ডের বাতানপাড়া মাদ্রাসা এলাকায় সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ হালিম জুয়েল এর উদ্যোগে দলীয় কার্যালয় উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুহাম্মদ গিয়াস উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মোঃ মাজেদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন, ১নং বিএনপির সভাপতি রওশন আলী,সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ সালাউদ্দিন, থানা বিএনপির সদস্য শামীম আহমেদ ঢালী, বিএনপি নেতা শহীদুল ইসলামসহ দলীয় নেতৃবৃন্দ।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন বলেছেন, স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের পতন হওয়ার কারণে আমরা আজ সকলেই খুশি ও আনন্দিত। তারা মানুষের অধিকার হরণ করেছে, তারা আইনের অনুশাসনকে ধ্বংস করে দিয়েছে। তারা আজকে অপরাধের কারণে পলাতক জীবন যাপন করছে।