অদ্ভুত এক কারণে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের পরিবহণ মন্ত্রী লুইস হাই। ২০১৩ সালে হারিয়ে যাওয়া একটি মোবাইলকে কেন্দ্র করেই পদত্যাগ করেছেন তিনি। পার্লামেন্টের সদস্য হওয়ার আগে একটি ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হওয়ার পর শুক্রবার মন্ত্রিত্ব ছাড়লেন বৃটিশ এই এমপি। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তার ছিনতাই হওয়া মোবাইল সম্পর্কে তিনি পুলিশের কাছে ভুল তথ্য দিয়েছিলেন। ২০১৩ সালে তার মোবাইলটি ছিনতাই হওয়ার পর পুলিশকে তিনি জানান তার ফোনটি চুরি হয়ে গেছে।
এক চিঠিতে দেশটির প্রধানমন্ত্রী বলেছেন, ওই ঘটনাকে নিজের ভুল হিসেবে বর্ণনা করেছেন হাই। তবে এমন পরিস্থিতিতে পদে বহাল থাকা সরকারি কাজে বিচ্যুতি ঘটাতে পারে বলে মনে করেন বৃটিশ ওই মন্ত্রী। যার ফলে নিজে থেকেই মন্ত্রিত্ব ছেড়েছেন তিনি।
তার ফোনটি ছিনতাই হওয়ার এক বছর পর তিনি সেই ফোনটি ফেরত পান, তবে এ বিষয়টি পুলিশের কাছে গোপন করা হয়েছিল। এ বিষয়ে আদালতেও হাজির হতে হয়েছিল পদত্যাগ করা এই মন্ত্রীকে।
পুলিশের কাছে নিজের ফোন ফিরে পাওয়ার বিষয়টি না জানিয়ে ভুল করেছেন বলে স্বীকার করেছেন তিনি। তার এই পদত্যাগ পত্রের তড়িৎ প্রতিক্রিয়া জানিয়েছেন স্টারমার। তিনি হাইকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, পরিবহণ খাতে সরকারি এজেন্ডা বাস্তবায়নে হাই যা করেছেন তা ভবিষ্যতে বিশাল অবদান রাখবে।