যশোরে বে-সরকারি স্বেচ্ছাসেবী সংগঠন ‘মানব কল্যাণ ফাউন্ডেশন’র উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
দুইদিনব্যপি বৃক্ষরোপণ কর্মসূচি অংশ হিসেবে শনিবার দুপুরে যশোর শহরের বেজপাড়া কবরস্থানে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, নগর বিএনপির সাবেক সভাপতি ও যশোর পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব মারুফুল ইসলাম মারুফ। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক আলাউদ্দিন আবু তৌহিদ, মিজানুর রহমান রিপন, আমিনুর রহমান মেহেদি প্রমুখ।
এর আগে শহরের দড়াটানা ভৈরব চত্বরে বৃক্ষরোপণ করেন যশোর পৌরসভার ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শেখ রাশেদ আব্বাস রাজ। এছাড়া একই দিনে যশোর সদর উপজেলাসহ ৩টি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করা হয়।