আজ ১৫ই অক্টোবর ২ টার সময় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ মথুরাপুর বিওপি হতে ১৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের সিরাজনগর পশ্চিমপাড়া গ্রামের অপহরণকারী ১। মোঃ আসাদুজ্জামান(২৬) পিতা-বজলু খাঁ ও ২। মোঃ জনি শেখ(২০) পিতা- মোঃ সালাম, উভয়ের গ্রাম- সিরাজনগর পশ্চিম পাড়া, থানা- দৌলতপুর, জেলা- কুষ্টিয়া এর বাড়ীতে বিজিবি ও পুলিশ কর্তৃক অপহরণকৃত শিশু উদ্ধারের অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে ১নং আসামী মোঃ আসাদুজ্জামান(২৬) এর বাড়ীতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর সুবেদার মোঃ মুজিবুল হক এর নেতৃত্বে মথুরাপুর বিওপির ১টি টহল দল, মেহেরপুর সদর থানা ও দৌলতপুর থানার পুলিশ সদস্যদের সাথে যৌথ অভিযান পরিচালনা করে মেহেরপুর জেলার অপহৃত শিশু মোঃ তামিম হোসেন(৬) পিতা- জহিরুল হক, গ্রাম- ইসলামনগর, থানা- মেহেরপুর সদর ও জেলা- মেহেরপুর কে উদ্ধার করতে সক্ষম হয়।
উল্লেখ্য অপহরণকারীগণ যৌথ অভিযানের সংবাদ পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। পরবর্তীতে উদ্ধারকৃত শিশু তামিম কে তার মায়ের নিকট বুঝিয়ে দেয়া হয়। এ ব্যাপারে অপহরণকৃত শিশু তামিম হোসেন এর অভিবাবক কর্তৃক মেহেরপুর সদর থানায় পলাতক আসামীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে। যার মামলা নং-১৪ তারিখ ১৫ অক্টোবর ২০২৪।