যশোরের শার্শা উপজেলা সারা দেশের ন্যায় বাংলাদেশ জাতীয়তা বাদী দল বিএনপি ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে ,দলটির অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা, রবিবার ১/৯/২৪ তারিখে সকাল দশটার সময় জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যম দিয়েই অনুষ্ঠান শুরু হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মফিকুল ইসলাম ( তৃপ্তি) অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শার্শা থানা বিএনপির সম্মানিত আহবায়ক আলহাজ্ব খায়রুজ্জামান (মধু) ,আরো উপস্থিত ছিলেন শার্শা থানার গণমানুষের নেতা, রাজপথের লড়াকু সৈনিক শার্শা থানা বিএনপি’র সদস্য সচিব সাবেক চেয়ারম্যান মোঃ হাসান জহির, উক্ত অনুষ্ঠানে শার্শা থানা ছাত্রদল যুবদল কৃষক দল ,শ্রমিক দল ,মৎস্যজীবী দল ,স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।এছাড়াও ১১ টি ইউনিয়নের বিভিন্ন পর্যায়ে নেতারা এই আলোচনা সভায় অংশগ্রহণ করেন। প্রধান অতিথি মফিকুল হাসান তৃপ্তি তার বক্তব্য বলেন ,জনগন কে সঙ্গে নিয়েই আগামী দিনে রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করে যাওয়ার প্রত্যায় ব্যক্ত করেন। সাধারণ সম্পাদক হাসান জহির বলেন শার্শার মাঠে এখনো আমার আন্দোলনকারী ভাইয়েদের রক্ত মিশে আছে। তাদের এই রক্তের ঋণ আমরা কখনো শোধ করতে পারব না । শহীদ প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না ।দিলে হয়তো আমরা আজীবন পরাধীনতার গ্লানি বয়ে বেড়াতে হতো। শার্শার মাটিতে আর কখনো বর্গীদের আক্রমণ ।, দেব না ।সকল কর্মীদেরকে আগামী দিনে ভোটের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।
সভাপতি তার সমাপনী বক্তব্য বলেন বিগত ষোল বছর আওয়ামীলীগেরা যে তাণ্ডব চালিয়েছে তার চিহ্ন আমাদেরকে এখনো বহন করতে হচ্ছে এই ক্ষত ভুলবার নয় ,আমরা যেন তাদের মত ভুল করি না বসি এজন্য সকলকে সজাগ থাকতে হবে সমস্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন অ্যাডভোকেট মোহাম্মদ মন্টু সদস্য শার্শা থানা বিএন পি।