ঢাকা ০৮:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প, পেলেন আনুষ্ঠানিক মনোনয়ন

  • NEWS 21 BANGLA TV
  • আপডেট সময় : ০৫:২৩:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪
  • ১৩ বার পড়া হয়েছে

কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প, পেলেন আনুষ্ঠানিক মনোনয়ন

গত শনিবার পেনসিলভানিয়ার বাটলারে নির্বাচনী জনসভায় ভাষণের সময় ট্রাম্পকে লক্ষ্য করে গুলি করে হামলাকারী। গুলি ট্রাম্পের ডান কানে লাগে। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নেওয়া হয় ট্রাম্পকে।

কিন্তু গতকাল সোমবার রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনে ডান কানে বড় একটি ব্যান্ডেজ নিয়ে হাজির হয় ডোনাল্ড ট্রাম্প। তবে সম্মেলনে ট্রাম্পকে হাসিখুশি, উচ্ছল ভঙ্গিতে দেখা গেছে। তাঁর উপস্থিতি ছিল সরব। খবর আল জাজিরা ও বিবিসি।

সম্মেলনে আগামী নভেম্বরে অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে রিপাবলিকান পার্টি। এ সময় পার্টির ভাইস প্রেসিডেন্ট হিসেবে ওহাইও অঙ্গরাজ্যের সিনেটর জেডি ভ্যান্সের নাম ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প।

রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলন চলবে ১৮ জুলাই পর্যন্ত। চার বছর পর পর এই সম্মেলনের আয়োজন করে দলটি। এবারের সম্মেলনে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দেন দলটির বিভিন্ন রাজ্যের প্রতিনিধিরা (ডেলিগেট)। রিপাবলিকান পার্টির ২ হাজার ৩৮৭ জন প্রতিনিধি তাঁর প্রতি সমর্থন জানিয়েছেন।

এ নিয়ে টানা তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচনের জন্য রিপাবলিকান পার্টির মনোনয়ন পেলেন ট্রাম্প। তিনি ২০১৬ সালে প্রেসিডেন্ট হিসেবে জয়লাভ করেন। কিন্তু ২০২০ সালে প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে পরাজিত হন। চলতি বছরের নভেম্বরে ট্রাম্প আবার বাইডেনের মুখোমুখি হবেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প, পেলেন আনুষ্ঠানিক মনোনয়ন

আপডেট সময় : ০৫:২৩:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪

গত শনিবার পেনসিলভানিয়ার বাটলারে নির্বাচনী জনসভায় ভাষণের সময় ট্রাম্পকে লক্ষ্য করে গুলি করে হামলাকারী। গুলি ট্রাম্পের ডান কানে লাগে। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নেওয়া হয় ট্রাম্পকে।

কিন্তু গতকাল সোমবার রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনে ডান কানে বড় একটি ব্যান্ডেজ নিয়ে হাজির হয় ডোনাল্ড ট্রাম্প। তবে সম্মেলনে ট্রাম্পকে হাসিখুশি, উচ্ছল ভঙ্গিতে দেখা গেছে। তাঁর উপস্থিতি ছিল সরব। খবর আল জাজিরা ও বিবিসি।

সম্মেলনে আগামী নভেম্বরে অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে রিপাবলিকান পার্টি। এ সময় পার্টির ভাইস প্রেসিডেন্ট হিসেবে ওহাইও অঙ্গরাজ্যের সিনেটর জেডি ভ্যান্সের নাম ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প।

রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলন চলবে ১৮ জুলাই পর্যন্ত। চার বছর পর পর এই সম্মেলনের আয়োজন করে দলটি। এবারের সম্মেলনে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দেন দলটির বিভিন্ন রাজ্যের প্রতিনিধিরা (ডেলিগেট)। রিপাবলিকান পার্টির ২ হাজার ৩৮৭ জন প্রতিনিধি তাঁর প্রতি সমর্থন জানিয়েছেন।

এ নিয়ে টানা তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচনের জন্য রিপাবলিকান পার্টির মনোনয়ন পেলেন ট্রাম্প। তিনি ২০১৬ সালে প্রেসিডেন্ট হিসেবে জয়লাভ করেন। কিন্তু ২০২০ সালে প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে পরাজিত হন। চলতি বছরের নভেম্বরে ট্রাম্প আবার বাইডেনের মুখোমুখি হবেন।