সিরাজগঞ্জের সলঙ্গা থানার ঘুরকা বেলতলা এলাকা থেকে ৩ হাজার ৪শ ৭০ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ ২জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
শনিবার সন্ধ্যায় র্যাব-১২ এর সদরদপ্তরে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান র্যাব-১২ সদর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান।
তিনি বলেন, সদর দপ্তরের গোয়েন্দা শাখার তথ্যের ভিত্তিতে জানতে পারি ট্রাকযোগে অবৈধ নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশন বহন করা হচ্ছে। সেই মোতাবেক র্যাব-১২ সদর কোম্পানির একটি আভিযানিক দল ঢাকা-বগুড়া মহাসড়কে একটি অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে। চেকপোষ্ট চলাকালে শনিবার বিকালে সলঙ্গা থানার ঘুরকা বেলতলা এলাকায় একটি চালবাহী ট্রাক থেকে লুকানো অবস্থায় ৩ হাজার ৪শ ৭০ পিস বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার করা হয়। এবং ঘটনাস্থল থেকে শাহিন খান ও মেহেদী হাসান নামে দুই আসামিকে গ্রেফতার করা হয়। সেই সাথে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ৩ টি মোবাইল ফোন, ৫ টি সিম কার্ড, নগদ ৭ হাজার ৮শ ৭৫ টাকা ও ১ টি ট্রাক জব্দ করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সিরাজগঞ্জের সলঙ্গা থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।