ঢাকা ০৩:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের প্রতিটি অঞ্চলে সর্বোচ্চ মানের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে দিতে অঙ্গীকারবদ্ধ প্রতিষ্ঠানটি নির্বাচনে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে: সিইসি হৃদয়বিদারক ঘটনা: কারাবন্দি ছাত্রলীগ নেতার স্ত্রী ও সন্তানের পাশাপাশি দাফন ২০ কোটি ৬৭ লাখ টাকার ভারতীয় শাড়িসহ চোরাকারবারিকে আটক ভারতে টি-20 বিশ্বকাপ নিয়ে কি যানালো ক্রীড়া উপদেষ্টা বাংলাদেশ না খেললে বিশ্বকাপে না খেলতে পারে পাকিস্তানও বিশ্বকাপ দলের সাথে বৈঠকে বসতে যাচ্ছেন আসিফ নজরুল ছোলা ও অ্যাংকর ডালে নতুন করে মূল্যবৃদ্ধি বিশ্বকাপ প্রসঙ্গে আজ লিটনদের সঙ্গে বৈঠকে বসছেন আসিফ নজরুল যার মালিক আল্লাহ, তা অন্য কারও দেওয়ার ক্ষমতা নেই তারেক রহমান

নির্বাচনে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে: সিইসি

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩২:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

নির্বাচনে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে: সিইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, সবাই যেন শান্তিপূর্ণভাবে ভোটকেন্দ্রে এসে ভোট দিতে পারে, এজন্য সব ধরনের সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে।

NEWS21
NEWS21

আজ রোববার দুপুরে রাজধানীর গুলশানে ওয়েস্টিন হোটেলে জাতীয় নির্বাচন এবং গণভোট নিয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফিং অনুষ্ঠান শেষে সিইসি সাংবাদিকদের এসব কথা বলেন। বাংলাদেশে অবস্থিত দূতাবাস ও মিশনে কর্মরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘের প্রতিনিধিরা এতে অংশগ্রহণ করেন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সার্বিক প্রস্তুতি, নির্বাচনী প্রক্রিয়া, আন্তর্জাতিক পর্যবেক্ষক নিয়োগ, নির্বাচনের স্বচ্ছতা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ইত্যাদি নানা জরুরি বিষয়ে কূটনীতিকদের অবহিত করতে এ বৈঠকের আয়োজন করা হয় বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

সিইসি বলেন, বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের সঙ্গে সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে আলোচনা হয়েছে। নির্বাচন নিয়ে ইসির সার্বিক প্রস্তুতিকে স্বাগত জানিয়েছেন তারা। আলোচনা খুব সুন্দর হয়েছে। কূটনীতিকরা খুশি।

তিনি বলেন, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আমরা কী কী প্রস্তুতি নিয়েছি তার সকল প্রক্রিয়া সম্পর্কে তাদের আমরা জানিয়েছি। তারা আমাদের সার্বিক প্রস্তুতি সম্পর্কে সন্তোষ প্রকাশ এবং আমাদের সকল কর্মকাণ্ডের প্রশংসা করেছেন। তারা আমাদের জানিয়েছেন, একটি স্বচ্ছ নির্বাচনের বিষয়ে কমিশনের প্রতি তারা খুবই আস্থাশীল।

সিইসি বলেন, কোনো ধরনের প্রশ্ন করেননি কূটনীতিকরা। তারা নির্বাচন কমিশনের উদ্দেশ সম্পর্কে অবহিত হয়েছেন। আমাদের সকল কর্মকাণ্ড আমরা তাদের সামনে তুলে ধরেছি। আমরা জানিয়েছি যে এখানে কোন লোকচুরির ব্যাপার নেই। আমরা গ্রহণযোগ্য একটি নির্বাচন জাতিকে উপহার দিতে পারব, এ বিষয়ে তারা আশাবাদী।

এ এম এম নাসির উদ্দিন বলেন, আমাদের প্রস্তুতির পাশাপাশি নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর মোতায়েন বিষয়ে আমাদের পরিকল্পনা কী তা তারা জানতে চেয়েছেন। আমরা জানিয়েছি, নির্বাচন উপলক্ষে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও আনসারও মোতায়েন থাকবে। আগামীতে তারা আমাদের সার্বিক সহযোগিতা করবেন বলে জানিয়েছেন।

এর আগে সকাল দশটা থেকে বিদেশি কূটনীতিকদের জাতীয় নির্বাচন ও গণভোট বিষয়ে ব্রিফ করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, আনোয়ারুল ইসলাম সরকার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ, ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদসহ নির্বাচন কমিশনের উচ্চপদস্থ কর্মকর্তারা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

দেশের প্রতিটি অঞ্চলে সর্বোচ্চ মানের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে দিতে অঙ্গীকারবদ্ধ প্রতিষ্ঠানটি

নির্বাচনে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে: সিইসি

আপডেট সময় : ০৫:৩২:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, সবাই যেন শান্তিপূর্ণভাবে ভোটকেন্দ্রে এসে ভোট দিতে পারে, এজন্য সব ধরনের সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে।

NEWS21
NEWS21

আজ রোববার দুপুরে রাজধানীর গুলশানে ওয়েস্টিন হোটেলে জাতীয় নির্বাচন এবং গণভোট নিয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফিং অনুষ্ঠান শেষে সিইসি সাংবাদিকদের এসব কথা বলেন। বাংলাদেশে অবস্থিত দূতাবাস ও মিশনে কর্মরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘের প্রতিনিধিরা এতে অংশগ্রহণ করেন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সার্বিক প্রস্তুতি, নির্বাচনী প্রক্রিয়া, আন্তর্জাতিক পর্যবেক্ষক নিয়োগ, নির্বাচনের স্বচ্ছতা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ইত্যাদি নানা জরুরি বিষয়ে কূটনীতিকদের অবহিত করতে এ বৈঠকের আয়োজন করা হয় বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

সিইসি বলেন, বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের সঙ্গে সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে আলোচনা হয়েছে। নির্বাচন নিয়ে ইসির সার্বিক প্রস্তুতিকে স্বাগত জানিয়েছেন তারা। আলোচনা খুব সুন্দর হয়েছে। কূটনীতিকরা খুশি।

তিনি বলেন, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আমরা কী কী প্রস্তুতি নিয়েছি তার সকল প্রক্রিয়া সম্পর্কে তাদের আমরা জানিয়েছি। তারা আমাদের সার্বিক প্রস্তুতি সম্পর্কে সন্তোষ প্রকাশ এবং আমাদের সকল কর্মকাণ্ডের প্রশংসা করেছেন। তারা আমাদের জানিয়েছেন, একটি স্বচ্ছ নির্বাচনের বিষয়ে কমিশনের প্রতি তারা খুবই আস্থাশীল।

সিইসি বলেন, কোনো ধরনের প্রশ্ন করেননি কূটনীতিকরা। তারা নির্বাচন কমিশনের উদ্দেশ সম্পর্কে অবহিত হয়েছেন। আমাদের সকল কর্মকাণ্ড আমরা তাদের সামনে তুলে ধরেছি। আমরা জানিয়েছি যে এখানে কোন লোকচুরির ব্যাপার নেই। আমরা গ্রহণযোগ্য একটি নির্বাচন জাতিকে উপহার দিতে পারব, এ বিষয়ে তারা আশাবাদী।

এ এম এম নাসির উদ্দিন বলেন, আমাদের প্রস্তুতির পাশাপাশি নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর মোতায়েন বিষয়ে আমাদের পরিকল্পনা কী তা তারা জানতে চেয়েছেন। আমরা জানিয়েছি, নির্বাচন উপলক্ষে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও আনসারও মোতায়েন থাকবে। আগামীতে তারা আমাদের সার্বিক সহযোগিতা করবেন বলে জানিয়েছেন।

এর আগে সকাল দশটা থেকে বিদেশি কূটনীতিকদের জাতীয় নির্বাচন ও গণভোট বিষয়ে ব্রিফ করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, আনোয়ারুল ইসলাম সরকার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ, ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদসহ নির্বাচন কমিশনের উচ্চপদস্থ কর্মকর্তারা।