সিরাজগঞ্জের কোরবান আলী হত্যা মামলার এজাহারনামীয় পলাতক প্রধান আসামিসহ ০৩ জন আসামিকে গ্রেফতার করেছে র্যাব।
শুক্রবার(২৮ জুন) সকালে সিরাজগঞ্জ র্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার অফিসার মোঃ উসমান গণি এ তথ্য নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার বিকালে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় র্যাব-১২, ব্যাটালিয়ন সদর কোম্পানির অভিযানে ‘‘নাটোর জেলার সিংড়া থানাধীন শেরকোল আগপাড়া এলাকায়’’ অভিযান পরিচালনা করে সিরাজগঞ্জ জেলার চৌহালী থানার কোরবান আলী হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামিসহ ০৩ জন পলাতক আসামি গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামিগণ জেলার চৌহালী থানার ওমরপুর (হাপানিয়া) গ্রামের আব্দুর রাজ্জাক, মোছাঃ আনোয়ারা খাতুন, ও মোঃ আলকামা।
গ্রেফতারকৃত আসামিগণকে সিরাজগঞ্জ জেলার চৌহালী থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।