ভোলা সদর উপজেলায় নৌবাহিনীর বিশেষ অভিযানে মো. রাশেদ (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ও ১১৭ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড এলাকায় এই অভিযান পরিচালনা করে বাংলাদেশ নৌবাহিনী।
নৌবাহিনীর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী রাশেদকে ইয়াবা ও গাঁজাসহ আটক করা হয়। পরে তাকে ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরাও অংশ নেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সরকারের নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে নৌবাহিনী মাদক ও সন্ত্রাস দমন, অবৈধ অস্ত্র উদ্ধার এবং আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকবে।