পণ্য রপ্তানির ক্ষেত্রে ক্রেতার পক্ষ থেকে পাওনা পরিশোধ, স্যাম্পল পাঠানো, অনলাইন লেনদেনসহ বিভিন্ন ক্ষেত্রে কাস্টমস, বাংলাদেশ ব্যাংক, পেমেন্ট গেটওয়ে প্রতিষ্ঠান এবং ব্যাংকগুলোর পক্ষ থেকে নানা ধরনের হয়রানির শিকার হন এসএমই উদ্যোক্তারা। ফলে রপ্তানি পণ্যের ন্যায্য দাম, ক্রেতাকে সময়মতো পণ্য পাঠাতে আস্থার সংকটের পাশাপাশি নিজেদের ব্যবসায়ও লোকসানের মুখে পড়তে হয় তাদের।
গতকাল রোববার রাজধানীতে এক গোলটেবিল বৈঠকে এসএমই খাতের উদ্যোক্তারা এসব কথা তুলে ধরেন। এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে এবং ভিসার সহায়তায় আগারগাঁও পর্যটন ভবনের শৈলপ্রপাত মিলনায়তনে আয়োজিত ‘এসএমই উদ্যোক্তাদের পণ্য রপ্তানি সহজ করা এবং বিশ্ববাজারে যুক্ত করতে সহায়তার উপায়’ শীর্ষক এই গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়। এসএমই ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়-সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী উদ্যোক্তাদের এসব সমস্যা শুনে তাৎক্ষণিকভাবে উপস্থিত সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সমাধানের নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, এমএসএমই উদ্যোক্তাদের পণ্য রপ্তানির বাধা দূর করতে উদ্যোগ নেবে সরকার।
এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন মো. মুসফিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব (সংযুক্ত) মো. মাহমুদুল হোসাইন খান, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার এবং উইমেন এন্ট্রাপ্রেনিওর অ্যাসোসিয়েশন বাংলাদেশের সভাপতি নাসরীন ফাতেমা আউয়াল।
স্বাগত বক্তব্য দেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন এসএমই ফাউন্ডেশনের উপব্যবস্থাপনা পরিচালক মো. নাজিম হাসান সাত্তার।