ঢাকা ০৭:২২ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কেনিয়ার সাবেক প্রধানমন্ত্রী রাইলা ওডিঙ্গার মৃত্যু ছুরিকাঘাতে নিহত ছাত্রদলের দুই নেতা, অভিযোগ উঠল কার বিরুদ্ধে? নতুন দামে আজ থেকে স্বর্ণ বিক্রয় শুরু, ভরির মূল্য কত? সন্ধ্যায় দলীয় বৈঠকে অংশ নেবেন প্রধান উপদেষ্টা ‘রেভ্যুলেশন ফর স্টেট অব হিউম্যানিটি’ প্যানেল অনিয়মের অভিযোগে ভোট থেকে দূরে ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষায় স্বল্প সময়ে প্রস্তুতির সেরা টিপস দেয়ালে শিশুর আঁকা মুছার ৪টি সহজ এবং কার্যকর উপায় স্পাউস ভিসার মাধ্যমে নারীদের সঙ্গে ভয়াবহ প্রতারণা সাংবাদিককে আগুনে পুড়িয়ে হত্যার হুমকি দিলেন শ্রমিকলীগ নেতা কিস্তির টাকা তুলে ইজিবাইক কিনে শেষ সম্বল ইজিবাইক হারিয়ে আজ নিঃস্ব হান্নান বিশ্বাস

এবার ভারতে হেলিকপ্টার দুর্ঘটনা, নিহত ৭

  • Meghla
  • আপডেট সময় : ১২:২৫:০৯ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫
  • ১৯ বার পড়া হয়েছে

উত্তরাখণ্ডের কেদারনাথ মন্দির থেকে গুপ্তকাশি যাওয়ার পথে ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনায় সাতজনের মৃত্যু হয়েছে। রবিবার ভোরে আরিয়ান এভিয়েশনের এই হেলিকপ্টারটি গৌরীকুণ্ড এবং সোনপ্রয়াগের মাঝামাঝি এলাকায় বিধ্বস্ত হয়। নিহতদের মধ্যে ছয়জন তীর্থযাত্রী এবং একজন পাইলট রয়েছেন।

উত্তরাখণ্ডের অসামরিক বিমান পরিবহণ উন্নয়ন কর্তৃপক্ষ (UCADA) এক বিবৃতিতে জানায়, কেদারনাথ ধাম থেকে গুপ্তকাশী যাওয়ার সময় রবিবার সকাল ৫টা ২০ মিনিটের দিকে হেলিকপ্টারটি দুর্ঘটনায় পড়ে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খারাপ আবহাওয়া ও ঘন কুয়াশার কারণে পাইলট নিয়ন্ত্রণ হারান।

হেলিকপ্টারটিতে মোট সাতজন আরোহী ছিলেন—ছয়জন তীর্থযাত্রী (পাঁচজন প্রাপ্তবয়স্ক এবং একজন শিশু) এবং পাইলট। নিহত যাত্রীদের বাড়ি উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র ও গুজরাটে।

কেদারনাথ থেকে গুপ্তকাশী পর্যন্ত যাত্রী পরিবহণের অন্যতম প্রধান মাধ্যম হেলিকপ্টার। তীর্থযাত্রায় যানবাহনের অসুবিধা এবং পথের দুরূহতার কারণে অনেক পুণ্যার্থী হেলিকপ্টার ব্যবহার করেন। দুর্ঘটনার সময়ও কেদার থেকে পুণ্যার্থীদের নিয়েই ফিরছিল কপ্টারটি।

দুর্ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল। স্থানীয় প্রশাসন জানিয়েছে, সকাল থেকেই ওই অঞ্চলে আবহাওয়া খারাপ ছিল। ছিল ঘন কুয়াশা ও কম দৃশ্যমানতা। উদ্ধার কাজ চলছে এবং ধ্বংসাবশেষ সরানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে বিধ্বস্ত হেলিকপ্টারের ছবি ও ভিডিও। তাতে দেখা যায়, কপ্টারের লেজের অংশ ভেঙে গেছে, আর মাথার ঘূর্ণায়মান ব্লেড বিধ্বস্ত অবস্থায় রয়ে গেছে।

দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

কেনিয়ার সাবেক প্রধানমন্ত্রী রাইলা ওডিঙ্গার মৃত্যু

এবার ভারতে হেলিকপ্টার দুর্ঘটনা, নিহত ৭

আপডেট সময় : ১২:২৫:০৯ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫

উত্তরাখণ্ডের কেদারনাথ মন্দির থেকে গুপ্তকাশি যাওয়ার পথে ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনায় সাতজনের মৃত্যু হয়েছে। রবিবার ভোরে আরিয়ান এভিয়েশনের এই হেলিকপ্টারটি গৌরীকুণ্ড এবং সোনপ্রয়াগের মাঝামাঝি এলাকায় বিধ্বস্ত হয়। নিহতদের মধ্যে ছয়জন তীর্থযাত্রী এবং একজন পাইলট রয়েছেন।

উত্তরাখণ্ডের অসামরিক বিমান পরিবহণ উন্নয়ন কর্তৃপক্ষ (UCADA) এক বিবৃতিতে জানায়, কেদারনাথ ধাম থেকে গুপ্তকাশী যাওয়ার সময় রবিবার সকাল ৫টা ২০ মিনিটের দিকে হেলিকপ্টারটি দুর্ঘটনায় পড়ে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খারাপ আবহাওয়া ও ঘন কুয়াশার কারণে পাইলট নিয়ন্ত্রণ হারান।

হেলিকপ্টারটিতে মোট সাতজন আরোহী ছিলেন—ছয়জন তীর্থযাত্রী (পাঁচজন প্রাপ্তবয়স্ক এবং একজন শিশু) এবং পাইলট। নিহত যাত্রীদের বাড়ি উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র ও গুজরাটে।

কেদারনাথ থেকে গুপ্তকাশী পর্যন্ত যাত্রী পরিবহণের অন্যতম প্রধান মাধ্যম হেলিকপ্টার। তীর্থযাত্রায় যানবাহনের অসুবিধা এবং পথের দুরূহতার কারণে অনেক পুণ্যার্থী হেলিকপ্টার ব্যবহার করেন। দুর্ঘটনার সময়ও কেদার থেকে পুণ্যার্থীদের নিয়েই ফিরছিল কপ্টারটি।

দুর্ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল। স্থানীয় প্রশাসন জানিয়েছে, সকাল থেকেই ওই অঞ্চলে আবহাওয়া খারাপ ছিল। ছিল ঘন কুয়াশা ও কম দৃশ্যমানতা। উদ্ধার কাজ চলছে এবং ধ্বংসাবশেষ সরানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে বিধ্বস্ত হেলিকপ্টারের ছবি ও ভিডিও। তাতে দেখা যায়, কপ্টারের লেজের অংশ ভেঙে গেছে, আর মাথার ঘূর্ণায়মান ব্লেড বিধ্বস্ত অবস্থায় রয়ে গেছে।

দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।