মৌলভীবাজার সদর উপজেলায় এস এম সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন নামে একটি এনজিও যুব উন্নয়ন অধিদপ্তরের ঋন ফরম দিয়ে প্রতারনা করে হাতিয়ে নিযেছে অর্ধ কোটি টাকা।
এব্যাপারে মোঃ হোসেন শাহ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (অ: দা:) মৌলভীবাজার সদর বাদী হয়ে সদর মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য লিখিত অভিযোগ দাখিল করেছেন। লিখিত অভিযোগে জানাযায়, তোফাজ্জল হোসেন, সাং-চুবড়া, মৌলভীবাজার পৌরসভা, নিজেকে এনজিও কর্মী পরিচয় দিয়ে আঁখি ম্যানশন (৩য় তলা), চৌমুহনা, মৌলভীবাজারে এস এম স্যোসাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন নামে একটি অফিস খুলে বিভিন্ন ধরনের প্রতারণা করছেন। সে যুব উন্নয়ন অধিদপ্তরের ঋণ বিতরণ ফরম ওয়েবসাইট হতে ডাউনলোড করে তা দেখিয়ে গ্রাহকদের বড় অংকের ঋণ পাশ করে দিবে বলে টাকা নেয়। সে দাবী যুব উন্নয়ন কর্মকর্তাদের সাথে তার খুবই ভালো সম্পর্ক তাই ঋণ মঞ্জুর করে দিতে কোনো অসুবিধা হবে না। প্রতি গ্রাহককে ৩ লক্ষ থেকে ১১ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা নেয়। প্রকৃতপক্ষে যুব উন্নয়ন অধিদপ্তরের যুব ঋণ বিতরণের এ ধরনের কোনো সিলিং নেই। যুব উন্নয়ন সর্বোচ্চ ১.৫০ লক্ষ টাকা ঋণ দিয়ে থাকি। তার এই প্রতারণামূলক কর্মকান্ডে আকৃষ্ট হয়ে অনেক যুব/যুব মহিলা তার ফাঁদে পা দিয়ে ক্ষতিগ্রস্থ হচ্ছে। অনেকেই প্রতারিত হয়ে হোসেন শাহ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (অ: দা:) মৌলভীবাজার সদর অভিযোগ দায়ের করেন। শ্রীমঙ্গলের মিনতি রানী শীল নামে এক নারী তোফাজ্জলের প্রতারণার শিকার হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। আরও অনেক যুবক-যুবতী নীরবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তবে আইনের আশ্রয় নিতে ভয় পাচ্ছেন। স্থানীয় যুব উন্নয়ন কর্মকর্তা সরেজমিনে তদন্ত করে এই জালিয়াতির সত্যতা পেয়ে সদর মডেল থানায় দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন।