ঢাকার অভিজাত এলাকা গুলশানে প্রতিনিয়ত রাতের আঁধারে সংঘটিত হচ্ছে নারী পাচারের ভয়াবহ ঘটনা। কিছু দালাল চক্র অবৈধভাবে তরুণী ও নারীদের ভারে রেখে পাচারের কাজে লিপ্ত রয়েছে বলে অনুসন্ধানে উঠে এসেছে।
এই বিষয়ে অনুসন্ধান করতে গেলে সাংবাদিকদেরও হুমকির মুখে পড়তে হয় বলে অভিযোগ উঠেছে। বাজার করে অনুসন্ধানকারী সাংবাদিকদের উপর দালালদের পক্ষ থেকে সরাসরি হুমকি দেওয়া হচ্ছে, যা গণমাধ্যমের স্বাধীনতা এবং নিরাপত্তার জন্য চরম হুমকিস্বরূপ।
এ অবস্থায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের প্রতি দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
গুলশান থানার আওতাধীন এলাকায় প্রতিদিন ঘটে চলা এই অপরাধ কর্মকাণ্ডের বিরুদ্ধে এখনো প্রশাসন কোনো দৃশ্যমান ব্যবস্থা নেয়নি বলেও অভিযোগ স্থানীয়দের।
এ বিষয়ে অনুসন্ধান চালিয়েছে নিউজ টোয়েন্টি ওয়ান বাংলা টিভির অনুসন্ধানী টিম।