ঢাকা ০৫:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রীকে হত্যার অভিযোগ

  • Meghla
  • আপডেট সময় : ০১:৪০:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে

রাজবাড়ীতে সালমা বেগম (২৫) নামে এক প্রবাসীর স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। হত্যার পর তার কাছ থেকে টাকা লুট করা হয় বলে দাবি সালমার পরিবারের।

গতকাল সোমবার (৩১ মার্চ) দিবাগত রাত ১১ টার পর যেকোন সময় তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

আজ মঙ্গলবার সকাল ৮ দিকে রাজবাড়ী সদর থানা পুলিশ সালমা বেগমের মরদেহ উদ্ধার করে। সে রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের হাউলি জয়পুর গ্রামের সৌদি প্রবাসী আজাদ মল্লিকের স্ত্রী।

সালমার শ্বাশুড়ি লতা বেগম বলেন, আমার ছেলে আজাদ দেড় বছর আগে সৌদি আরব যায়। সৌদি যাওয়ার পর তার স্ত্রী সালমা সাদিক নামে সাত বছরের ছেলে ও সিনহা নামে পাঁচ বছরের এক মেয়ে নিয়ে বাড়িতেই থাকতেন। সোমবার রাত ১১টার দিকে সালমা দুই সন্তান নিয়ে ঘুমাতে যায়। সকালে উঠে দেখি সাদিক ঘরের ভেতর কান্না করছে। বাইরে থেকে দরজা আটকানো। দরজা খুলে ঘরের ভেতর সামলার মরদেহ দেখতে পাই। তার গলায় ওড়না পেচানো, শরীর কাঁথা দিয়ে ঢাকা।

তিনি আরও বলেন, আমার ছেলে ঈদের আগে সৌদি আরব থেকে এক লাখ টাকা পাঠিয়েছিল। সালমাকে হত্যা করে ঘর থেকে টাকা ও সালমার নাকফুল নিয়ে গেছে।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদুর রহমান বলেন, সালমা বেগম নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনার কারণ উদঘাটন ও এর সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রীকে হত্যার অভিযোগ

আপডেট সময় : ০১:৪০:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫

রাজবাড়ীতে সালমা বেগম (২৫) নামে এক প্রবাসীর স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। হত্যার পর তার কাছ থেকে টাকা লুট করা হয় বলে দাবি সালমার পরিবারের।

গতকাল সোমবার (৩১ মার্চ) দিবাগত রাত ১১ টার পর যেকোন সময় তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

আজ মঙ্গলবার সকাল ৮ দিকে রাজবাড়ী সদর থানা পুলিশ সালমা বেগমের মরদেহ উদ্ধার করে। সে রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের হাউলি জয়পুর গ্রামের সৌদি প্রবাসী আজাদ মল্লিকের স্ত্রী।

সালমার শ্বাশুড়ি লতা বেগম বলেন, আমার ছেলে আজাদ দেড় বছর আগে সৌদি আরব যায়। সৌদি যাওয়ার পর তার স্ত্রী সালমা সাদিক নামে সাত বছরের ছেলে ও সিনহা নামে পাঁচ বছরের এক মেয়ে নিয়ে বাড়িতেই থাকতেন। সোমবার রাত ১১টার দিকে সালমা দুই সন্তান নিয়ে ঘুমাতে যায়। সকালে উঠে দেখি সাদিক ঘরের ভেতর কান্না করছে। বাইরে থেকে দরজা আটকানো। দরজা খুলে ঘরের ভেতর সামলার মরদেহ দেখতে পাই। তার গলায় ওড়না পেচানো, শরীর কাঁথা দিয়ে ঢাকা।

তিনি আরও বলেন, আমার ছেলে ঈদের আগে সৌদি আরব থেকে এক লাখ টাকা পাঠিয়েছিল। সালমাকে হত্যা করে ঘর থেকে টাকা ও সালমার নাকফুল নিয়ে গেছে।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদুর রহমান বলেন, সালমা বেগম নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনার কারণ উদঘাটন ও এর সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।