ঝিনাইদহে পুলিশ ফাঁড়ির পাশে গলায় ছুরি ধরে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকারীরা আজমুল হোসেন নামের এক পথচারীর কাছ থেকে ১২ হাজার টাকা ও একটি মোবাইল ছিনিয়ে নেয়। এ ঘটনায় লিটন সরদার নামে এক ছিনতাইকারীকে আটক করে স্থানীয়রা পুলিশে সোপর্দ করেছে।
শুক্রবার (২৮ মার্চ) রাত ১০ টার দিকে সদর বংকিরা গ্রামের হাওনঘাটা মাঠে এ ঘটনা ঘটে।
আটক লিটন সরদার পার্শ্ববর্তী চুয়াডাঙ্গা সদর উপজেলার জীবনা গ্রামের বজলুর রহমান সরদারের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন কালের কণ্ঠকে বলেন, আটক লিটন সরদার ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। পুলিশ তৎপর ছিল বলেই ছিনতাইয়ের পরপরই তাকে আটক করা সম্ভব হয়েছে।