ঢাকা ০৬:২২ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীর শাহ আলী থানা এলাকায় যুবক খুন

  • meghla
  • আপডেট সময় : ১১:৪৮:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে

রাজধানীর শাহ আলী থানা এলাকায় মো. স্বপন (৩০) নামের এক যুবক খুন হয়েছেন। তিনি পূর্বশত্রুতার জেরে খুন হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

শাহ আলী থানার পুলিশের তথ্যমতে, গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে শাহ আলী থানা এলাকার রাসেল পার্কের সামনে স্বপনকে ছুরিকাঘাত করা হয়। ১০ থেকে ১২ জন মিলে তাঁকে ছুরিকাঘাত করে।

গুরুতর অবস্থায় স্বপনকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।

শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। খুনের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করেছে পুলিশ। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

শাহ আলী থানার পুলিশ বলছে, বিভিন্ন সময় নানা অপরাধমূলক কর্মকাণ্ডে স্বপনের জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।

স্বপন গাড়িচালকের সহযোগী হিসেবে কাজ করতেন বলে জানিয়েছে পুলিশ। তিনি মিরপুরে তাঁর এক স্বজনের বাসায় থাকতেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রাজধানীর শাহ আলী থানা এলাকায় যুবক খুন

আপডেট সময় : ১১:৪৮:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫

রাজধানীর শাহ আলী থানা এলাকায় মো. স্বপন (৩০) নামের এক যুবক খুন হয়েছেন। তিনি পূর্বশত্রুতার জেরে খুন হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

শাহ আলী থানার পুলিশের তথ্যমতে, গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে শাহ আলী থানা এলাকার রাসেল পার্কের সামনে স্বপনকে ছুরিকাঘাত করা হয়। ১০ থেকে ১২ জন মিলে তাঁকে ছুরিকাঘাত করে।

গুরুতর অবস্থায় স্বপনকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।

শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। খুনের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করেছে পুলিশ। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

শাহ আলী থানার পুলিশ বলছে, বিভিন্ন সময় নানা অপরাধমূলক কর্মকাণ্ডে স্বপনের জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।

স্বপন গাড়িচালকের সহযোগী হিসেবে কাজ করতেন বলে জানিয়েছে পুলিশ। তিনি মিরপুরে তাঁর এক স্বজনের বাসায় থাকতেন।