ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুষ্টিয়ায় বিজিবির অভিযান, ১৪ কোটি টাকার চায়না জাল জব্দ সদরপুরে মা-ইলিশ রক্ষায় অভিযান: ৭ জেলেকে কারাদণ্ড, ৫ হাজার মিটার জাল জব্দ সদরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত সাতক্ষীরায় স্বাস্থ্য বিভাগের উদ্যোগে টিভিসি ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন মুক্তির আগে ফিলিস্তিনি বন্দীদের ওপর নির্যাতন চালাচ্ছে ইসরায়েল রাজধানীতে ধানের শীষে ভোট চাইলেন যুবদল নেতা সাজ্জাদুল মিরাজ হল্যান্ড-মেসির গোল উৎসবের রাতে পেনাল্টি মিসে ম্লান রোনালদো ২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলতে যা করতে হবে বাংলাদেশকে ইসরায়েলের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়িয়েছে ৬ আরব দেশ আফগানিস্তান সীমান্তে সংঘর্ষে ২৩ সেনা নিহত: পাকিস্তান

টানা ৮ ম্যাচ জয়ের পর রংপুরের হার

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:২৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
  • ২২ বার পড়া হয়েছে

এবারের বিপিএলে আট ম্যাচ পর প্রথম হারের স্বাদ পেল রংপুর রাইডার্স। নুরুল হাসান সোহানের দলের বিপক্ষে ২৪ রানের জয়ে প্লে অফের দৌড়ে এগিয়ে গেল দুর্বার রাজশাহী।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দিনের প্রথম ম্যাচে রাজশাহীর দেয়া ১৭১ রান তাড়া করতে নেমে ১৯.২ ওভারে সব কটি উইকেট হারিয়ে ১৪৬ রানে থামে রংপুর।

রাজশাহীর পক্ষে ২২ রান দিয়ে ৪ উইকেট নেন রায়ান বার্ল। ২টি করে উইকেট নেন তাসকিন আহমেদ ও এসএম মেহেরব।

রান তাড়ায় নেমে ১৫ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে রংপুর। স্টিভেন টেইলর ১০ বলে ৪, ইরফান শুক্কুর ও ইফতিখার আহমেদ ০ রানে আউট হন। চতুর্থ উইকেটে খুলদিল শাহকে নিয়ে হাল ধরেন সাইফ হাসান। তবে যোগ্য সঙ্গ দিতে পারেননি খুশদিল। ১৩ বলে ১৪ রান করে আউট হন তিনি। দলকে ৭৪ রানে পৌঁছে দিয়ে বিদায় নেন সাইফও।

২৯ বলে ৫ চার ও ২ ছক্কায় ৪৩ রান করে দলকে লড়াইয়ে রাখেন তিনি। সাইফের বিদায়ের পর হাল ধরেন অধিনায়ক নুরুল হাসান সোহান। প্রথমে মেহেদী হাসান ও পরে মোহাম্মদ সাইফউদ্দিনকে নিয়ে দলকে জয়ের আশা দেখান তিনি। তবে দলকে ১২৬ রানে পৌঁছে দিয়ে তিনিও সাজঘরের পথ ধরেন। ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারিতে ধরা পড়ার আগে ২৬ বলে ৪ চার ও ২ ছক্কায় ৪১ রান করেন তিনি।

তখনও অবশ্য রংপুরের আশা টিকে ছিল সাইফউদ্দিনের ব্যাটে। এ পেস বোলিং অলরাউন্ডার চেষ্টা করেছেন, তবে সফল হতে পারেননি। ১৪ বলে ২ চার ও ১ ছক্কায় ২৩ রান করে ১৯তম ওভারে বিদায়ে নেন তিনি। তখন জয়ের জন্য ৮ বলে ২৭ রান দরকার ছিল রংপুরের। তার বিদায়ের পর জয় এক প্রকার নিশ্চিত হয়ে যায় রাজশাহীর। শেষমেশ ১৯.২ ওভারে ১৪৬ রানে থামে রংপুরের ইনিংস।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭০ রান তুলতে সক্ষম হয় রাজশাহী। ৩২ বলে ৬ ছক্কা ও ২ চারের মারে দলের হয়ে ৬০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন ইয়াসির আলী। এছাড়া সাব্বির হোসেন ১৯ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৩৯, এনামুল হক ৩১ বলে ৩২ ও মোহাম্মদ হারিস ১২ বলে ১৯ রান করেন। বাকিদের কেউ অবশ্য দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি। রংপুরের পক্ষে সমান ৩টি করে উইকেট নেন খুশদিল ও আকিফ জাভেদ।

এদিকে রংপুরকে হারিয়ে পয়েন্ট টেবিলের চারে উঠে আসলো রাজশাহী। ১০ ম্যাচে ৮ পয়েন্ট তাদের। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পাঁচে ঢাকা ক্যাপিটালস। ৮ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ছয়ে খুলনা টাইগার্স। ৮ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে সিলেট স্ট্রাইকার্স।

৯ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ইতোমধ্যে প্লে অফ নিশ্চিত করেছে রংপুর। ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে ফরচুন বরিশাল আর ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তিনে চিটাগং কিংস।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় বিজিবির অভিযান, ১৪ কোটি টাকার চায়না জাল জব্দ

টানা ৮ ম্যাচ জয়ের পর রংপুরের হার

আপডেট সময় : ০৫:২৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫

এবারের বিপিএলে আট ম্যাচ পর প্রথম হারের স্বাদ পেল রংপুর রাইডার্স। নুরুল হাসান সোহানের দলের বিপক্ষে ২৪ রানের জয়ে প্লে অফের দৌড়ে এগিয়ে গেল দুর্বার রাজশাহী।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দিনের প্রথম ম্যাচে রাজশাহীর দেয়া ১৭১ রান তাড়া করতে নেমে ১৯.২ ওভারে সব কটি উইকেট হারিয়ে ১৪৬ রানে থামে রংপুর।

রাজশাহীর পক্ষে ২২ রান দিয়ে ৪ উইকেট নেন রায়ান বার্ল। ২টি করে উইকেট নেন তাসকিন আহমেদ ও এসএম মেহেরব।

রান তাড়ায় নেমে ১৫ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে রংপুর। স্টিভেন টেইলর ১০ বলে ৪, ইরফান শুক্কুর ও ইফতিখার আহমেদ ০ রানে আউট হন। চতুর্থ উইকেটে খুলদিল শাহকে নিয়ে হাল ধরেন সাইফ হাসান। তবে যোগ্য সঙ্গ দিতে পারেননি খুশদিল। ১৩ বলে ১৪ রান করে আউট হন তিনি। দলকে ৭৪ রানে পৌঁছে দিয়ে বিদায় নেন সাইফও।

২৯ বলে ৫ চার ও ২ ছক্কায় ৪৩ রান করে দলকে লড়াইয়ে রাখেন তিনি। সাইফের বিদায়ের পর হাল ধরেন অধিনায়ক নুরুল হাসান সোহান। প্রথমে মেহেদী হাসান ও পরে মোহাম্মদ সাইফউদ্দিনকে নিয়ে দলকে জয়ের আশা দেখান তিনি। তবে দলকে ১২৬ রানে পৌঁছে দিয়ে তিনিও সাজঘরের পথ ধরেন। ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারিতে ধরা পড়ার আগে ২৬ বলে ৪ চার ও ২ ছক্কায় ৪১ রান করেন তিনি।

তখনও অবশ্য রংপুরের আশা টিকে ছিল সাইফউদ্দিনের ব্যাটে। এ পেস বোলিং অলরাউন্ডার চেষ্টা করেছেন, তবে সফল হতে পারেননি। ১৪ বলে ২ চার ও ১ ছক্কায় ২৩ রান করে ১৯তম ওভারে বিদায়ে নেন তিনি। তখন জয়ের জন্য ৮ বলে ২৭ রান দরকার ছিল রংপুরের। তার বিদায়ের পর জয় এক প্রকার নিশ্চিত হয়ে যায় রাজশাহীর। শেষমেশ ১৯.২ ওভারে ১৪৬ রানে থামে রংপুরের ইনিংস।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭০ রান তুলতে সক্ষম হয় রাজশাহী। ৩২ বলে ৬ ছক্কা ও ২ চারের মারে দলের হয়ে ৬০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন ইয়াসির আলী। এছাড়া সাব্বির হোসেন ১৯ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৩৯, এনামুল হক ৩১ বলে ৩২ ও মোহাম্মদ হারিস ১২ বলে ১৯ রান করেন। বাকিদের কেউ অবশ্য দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি। রংপুরের পক্ষে সমান ৩টি করে উইকেট নেন খুশদিল ও আকিফ জাভেদ।

এদিকে রংপুরকে হারিয়ে পয়েন্ট টেবিলের চারে উঠে আসলো রাজশাহী। ১০ ম্যাচে ৮ পয়েন্ট তাদের। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পাঁচে ঢাকা ক্যাপিটালস। ৮ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ছয়ে খুলনা টাইগার্স। ৮ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে সিলেট স্ট্রাইকার্স।

৯ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ইতোমধ্যে প্লে অফ নিশ্চিত করেছে রংপুর। ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে ফরচুন বরিশাল আর ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তিনে চিটাগং কিংস।