শিরোনাম
মহেশখালীতে এক্সিলারেট এনার্জি ও হোপ ফাউন্ডেশনের যৌথ উদ্যেগে হোপ হসপিটাল উদ্বোধন অসহায় গৌরদাসের পাশে ইউএনও মঈনুল হক নিলামে উঠছে সাবেক এমপিদের বিলাসবহুল ২৪ গাড়ি যাদের দোয়া কবুল হয় না নওগাঁ সরকারি কলেজে মেলা পলকের স্ত্রীর ২৮ বিঘা জমি জব্দ ও ১৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধ গুম-আয়নাঘর শেখ মুজিবের আমল থেকেই শুরু : মাহফুজ আলম রমজানে রাজধানীর ২৫ স্পটে সুলভে মিলবে মাংস-ডিম-দুধ গভীর রাতে মশাল মিছিল, দিনের বেলা লাপাত্তা আওয়ামী লীগের দূর্গে পালিত হয়নি হরতাল বিশ্বে বাংলাদেশকে নতুন মর্যাদা দিলেন ড. ইউনূস ধর্ষণ মামলায় টিকটকার প্রিন্স মামুনের জামিন মঞ্জুর শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ এপ্রিলের মধ্যে দাখিলের নির্দেশ ট্রাইব্যুনালের ৭৪ কোটি ৩১ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করল কুষ্টিয়া ৪৭ বিজিবি তিস্তার ন্যায্য পানি আদায়ে আন্দোলন অব্যাহত থাকবে: মির্জা ফখরুল নওগাঁয় ছাত্র শিবিরের দুইদিন ব্যাপী প্রকাশনা উৎসব শুরু নিউজ টুয়েন্টি ওয়ান  টিভির উপ-ব্যাবস্থাপনা পরিচালক রিদোয়ান হোসেন কক্সবাজারে আগমনে ফুলেল শুভেচ্ছা বিনিময় কুষ্টিয়া ৪৭ ব্যাটালিয়ন বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিভিন্ন প্রকার মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক ৩ দিনের রিমান্ডে সাবেক জনপ্রশাসন মন্ত্রীর স্ত্রী মোনালিসা ‘জুলাই শহীদ’ ও ‘যোদ্ধারা’ মাসিক ১৫ ও ২০ হাজার টাকা করে ভাতা পাবেন ইউটিউব আইডি থেকে জি-মেইল বের করে ১৩ লাখ টাকা জিতলেন গবেষক
বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৫৩ পূর্বাহ্ন

টানা ৮ ম্যাচ জয়ের পর রংপুরের হার

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫

এবারের বিপিএলে আট ম্যাচ পর প্রথম হারের স্বাদ পেল রংপুর রাইডার্স। নুরুল হাসান সোহানের দলের বিপক্ষে ২৪ রানের জয়ে প্লে অফের দৌড়ে এগিয়ে গেল দুর্বার রাজশাহী।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দিনের প্রথম ম্যাচে রাজশাহীর দেয়া ১৭১ রান তাড়া করতে নেমে ১৯.২ ওভারে সব কটি উইকেট হারিয়ে ১৪৬ রানে থামে রংপুর।

রাজশাহীর পক্ষে ২২ রান দিয়ে ৪ উইকেট নেন রায়ান বার্ল। ২টি করে উইকেট নেন তাসকিন আহমেদ ও এসএম মেহেরব।

রান তাড়ায় নেমে ১৫ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে রংপুর। স্টিভেন টেইলর ১০ বলে ৪, ইরফান শুক্কুর ও ইফতিখার আহমেদ ০ রানে আউট হন। চতুর্থ উইকেটে খুলদিল শাহকে নিয়ে হাল ধরেন সাইফ হাসান। তবে যোগ্য সঙ্গ দিতে পারেননি খুশদিল। ১৩ বলে ১৪ রান করে আউট হন তিনি। দলকে ৭৪ রানে পৌঁছে দিয়ে বিদায় নেন সাইফও।

২৯ বলে ৫ চার ও ২ ছক্কায় ৪৩ রান করে দলকে লড়াইয়ে রাখেন তিনি। সাইফের বিদায়ের পর হাল ধরেন অধিনায়ক নুরুল হাসান সোহান। প্রথমে মেহেদী হাসান ও পরে মোহাম্মদ সাইফউদ্দিনকে নিয়ে দলকে জয়ের আশা দেখান তিনি। তবে দলকে ১২৬ রানে পৌঁছে দিয়ে তিনিও সাজঘরের পথ ধরেন। ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারিতে ধরা পড়ার আগে ২৬ বলে ৪ চার ও ২ ছক্কায় ৪১ রান করেন তিনি।

তখনও অবশ্য রংপুরের আশা টিকে ছিল সাইফউদ্দিনের ব্যাটে। এ পেস বোলিং অলরাউন্ডার চেষ্টা করেছেন, তবে সফল হতে পারেননি। ১৪ বলে ২ চার ও ১ ছক্কায় ২৩ রান করে ১৯তম ওভারে বিদায়ে নেন তিনি। তখন জয়ের জন্য ৮ বলে ২৭ রান দরকার ছিল রংপুরের। তার বিদায়ের পর জয় এক প্রকার নিশ্চিত হয়ে যায় রাজশাহীর। শেষমেশ ১৯.২ ওভারে ১৪৬ রানে থামে রংপুরের ইনিংস।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭০ রান তুলতে সক্ষম হয় রাজশাহী। ৩২ বলে ৬ ছক্কা ও ২ চারের মারে দলের হয়ে ৬০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন ইয়াসির আলী। এছাড়া সাব্বির হোসেন ১৯ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৩৯, এনামুল হক ৩১ বলে ৩২ ও মোহাম্মদ হারিস ১২ বলে ১৯ রান করেন। বাকিদের কেউ অবশ্য দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি। রংপুরের পক্ষে সমান ৩টি করে উইকেট নেন খুশদিল ও আকিফ জাভেদ।

এদিকে রংপুরকে হারিয়ে পয়েন্ট টেবিলের চারে উঠে আসলো রাজশাহী। ১০ ম্যাচে ৮ পয়েন্ট তাদের। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পাঁচে ঢাকা ক্যাপিটালস। ৮ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ছয়ে খুলনা টাইগার্স। ৮ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে সিলেট স্ট্রাইকার্স।

৯ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ইতোমধ্যে প্লে অফ নিশ্চিত করেছে রংপুর। ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে ফরচুন বরিশাল আর ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তিনে চিটাগং কিংস।


এই বিভাগের আরও খবর