ঢাকা ০৯:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সহকারী এটর্নি জেনারেল ব্যারিস্টার রনভীরের উদ্যোগে মসজিদ নির্মান সুন্দরগঞ্জে মালতোলা হিলফুল ফুজুল সমাজ কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে ঘর উপহার গাজীপুরে বিএসটিআই ও র‍্যাবের যৌথ অভিযানে ৫ লক্ষ্য টাকা জরিমানা ভোলায় নৌবাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক “নিয়মিত ঘুম, তবুও চোখের চারপাশ শুকনো—অজানা কারণ জেনে নিন” দেশসেরা শিক্ষাপ্রতিষ্ঠান সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের অভাবনীয় সাফল্য ‘ভগবৎ চ্যাপ্টার ওয়ান: রাক্ষস’— কী আছে এই সিনেমায়? স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে পুনর্নিয়োগ, পদ সংখ্যা ১২৭ জন্মদিনে উচ্চ স্বরে গান, ভিনিসিয়ুসের বিরুদ্ধে মামলা রূপনগরের আগুন: তদন্তে ৭ সদস্যের কমিটি গঠন

ইসলামের সব কিছুর সঙ্গে ঈমানি চেতনার সুনিবিড় সম্পর্ক

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১২:৪৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে

বাঙালির আছে বর্ষপঞ্জি, পয়লা বৈশাখ, নববর্ষ। ইংরেজদের নেই। তাদের গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসারে ঈসা (আ.)-এর স্মরণে খ্রিস্টাব্দ-ঈসায়ি সন। বৈশ্বিক আবহে ইংরেজি বর্ষপরিক্রমা অনুসরণ আমাদের প্রাত্যহিকতার অনুষঙ্গ। পৌষের শীতার্ত মুহূর্ত জানান দিচ্ছে নববর্ষ ২০২৫ খ্রিস্টাব্দের। ইসলামে ইংরেজি নববর্ষকে আলাদাভাবে মূল্যায়নের অবকাশ নেই। গড্ডলিকা প্রবাহে গা ভাসানো ঈমানদারের বৈশিষ্ট্য নয়।

আল্লাহ্‌তাআলা বলেন, ‘বরং মুমিন তো তারাই, যারা আল্লাহ ও রাসুলের প্রতি বিশ্বাসে অবিচল এবং তা থেকে বিচ্যুৎ হয় না…।’ (সুরা : হুজুরাত, আয়াত : ১৫)। আর হাদিসের ভাষায়, ‘সে-ই ঈমানের প্রকৃত স্বাদ পেয়েছে, যে আল্লাহকে রব (প্রতিপালক), ইসলামকে দ্বিন (ধর্ম) ও মুহাম্মদকে (সা.) রাসুল হিসেবে পেয়ে সন্তুষ্ট।’ (মুসলিম)

ইসলামের সব কিছুর সঙ্গে ঈমানি চেতনার সুনিবিড় সম্পর্ক বিদ্যমান। প্রিয় নবী (সা.) বলেন, ‘যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে ভালোবাসবে এবং আল্লাহর সন্তুষ্টির জন্যই কারো সঙ্গে শত্রুতা পোষণ করবে আবার আল্লাহর সন্তুষ্টির জন্য দান করবে অথবা আল্লাহর সন্তুষ্টির জন্যই দান করা থেকে বিরত থাকবে, সে-ই তার ঈমানকে পূর্ণতায় পৌঁছে দিল।’ (তিরমিজি)।

ঈমানদারের বর্ষবরণেও এটাই মানদণ্ড। ২০২৫-এর শুরুতেই বৈষম্যহীন সমাজের প্রত্যয়-প্রত্যাশা, নির্বাচন, নতুনত্বের উচ্ছ্বাস, রাজনৈতিক উত্তাপ, সংস্কার, অর্থনৈতিক টানাপড়েন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির দীর্ঘশ্বাস সর্বত্র।

বর্ষপরিক্রমা মহান আল্লাহরই হুকুম : ‘তিনি সূর্যকে প্রচণ্ড দীপ্তি দিয়ে চাঁদ বানিয়ে দিলেন স্নিগ্ধতা ভরে, বছর গণনা ও হিসাবের তরে।’ (কাব্যানুবাদ, সুরা : ইউনুস, আয়াত : ৫)। ১২ মাসে এক বছর প্রসঙ্গে পবিত্র কোরআনে আছে, ‘নভোমণ্ডল-ভূমণ্ডল সৃষ্টির সূচনালগ্ন থেকেই আল্লাহ ১২টি মাস নির্ধারণ করেছেন…।’ (সুরা : তাওবা আয়াত : ৩৬)

নববর্ষ, হোক না তা হিজরি সনের প্রথম দিন, বঙ্গাব্দ বা ইংরেজি, বর্ষবরণে মনে রাখা জরুরি, আমরা মুসলমান এবং ধর্মীয় নিষেধাজ্ঞা ভঙ্গে শৈথিল্যের অবকাশ ইসলামে রাখা হয়নি, এক দিনের জন্যও।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সহকারী এটর্নি জেনারেল ব্যারিস্টার রনভীরের উদ্যোগে মসজিদ নির্মান

ইসলামের সব কিছুর সঙ্গে ঈমানি চেতনার সুনিবিড় সম্পর্ক

আপডেট সময় : ১২:৪৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫

বাঙালির আছে বর্ষপঞ্জি, পয়লা বৈশাখ, নববর্ষ। ইংরেজদের নেই। তাদের গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসারে ঈসা (আ.)-এর স্মরণে খ্রিস্টাব্দ-ঈসায়ি সন। বৈশ্বিক আবহে ইংরেজি বর্ষপরিক্রমা অনুসরণ আমাদের প্রাত্যহিকতার অনুষঙ্গ। পৌষের শীতার্ত মুহূর্ত জানান দিচ্ছে নববর্ষ ২০২৫ খ্রিস্টাব্দের। ইসলামে ইংরেজি নববর্ষকে আলাদাভাবে মূল্যায়নের অবকাশ নেই। গড্ডলিকা প্রবাহে গা ভাসানো ঈমানদারের বৈশিষ্ট্য নয়।

আল্লাহ্‌তাআলা বলেন, ‘বরং মুমিন তো তারাই, যারা আল্লাহ ও রাসুলের প্রতি বিশ্বাসে অবিচল এবং তা থেকে বিচ্যুৎ হয় না…।’ (সুরা : হুজুরাত, আয়াত : ১৫)। আর হাদিসের ভাষায়, ‘সে-ই ঈমানের প্রকৃত স্বাদ পেয়েছে, যে আল্লাহকে রব (প্রতিপালক), ইসলামকে দ্বিন (ধর্ম) ও মুহাম্মদকে (সা.) রাসুল হিসেবে পেয়ে সন্তুষ্ট।’ (মুসলিম)

ইসলামের সব কিছুর সঙ্গে ঈমানি চেতনার সুনিবিড় সম্পর্ক বিদ্যমান। প্রিয় নবী (সা.) বলেন, ‘যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে ভালোবাসবে এবং আল্লাহর সন্তুষ্টির জন্যই কারো সঙ্গে শত্রুতা পোষণ করবে আবার আল্লাহর সন্তুষ্টির জন্য দান করবে অথবা আল্লাহর সন্তুষ্টির জন্যই দান করা থেকে বিরত থাকবে, সে-ই তার ঈমানকে পূর্ণতায় পৌঁছে দিল।’ (তিরমিজি)।

ঈমানদারের বর্ষবরণেও এটাই মানদণ্ড। ২০২৫-এর শুরুতেই বৈষম্যহীন সমাজের প্রত্যয়-প্রত্যাশা, নির্বাচন, নতুনত্বের উচ্ছ্বাস, রাজনৈতিক উত্তাপ, সংস্কার, অর্থনৈতিক টানাপড়েন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির দীর্ঘশ্বাস সর্বত্র।

বর্ষপরিক্রমা মহান আল্লাহরই হুকুম : ‘তিনি সূর্যকে প্রচণ্ড দীপ্তি দিয়ে চাঁদ বানিয়ে দিলেন স্নিগ্ধতা ভরে, বছর গণনা ও হিসাবের তরে।’ (কাব্যানুবাদ, সুরা : ইউনুস, আয়াত : ৫)। ১২ মাসে এক বছর প্রসঙ্গে পবিত্র কোরআনে আছে, ‘নভোমণ্ডল-ভূমণ্ডল সৃষ্টির সূচনালগ্ন থেকেই আল্লাহ ১২টি মাস নির্ধারণ করেছেন…।’ (সুরা : তাওবা আয়াত : ৩৬)

নববর্ষ, হোক না তা হিজরি সনের প্রথম দিন, বঙ্গাব্দ বা ইংরেজি, বর্ষবরণে মনে রাখা জরুরি, আমরা মুসলমান এবং ধর্মীয় নিষেধাজ্ঞা ভঙ্গে শৈথিল্যের অবকাশ ইসলামে রাখা হয়নি, এক দিনের জন্যও।