শিরোনাম
রূপগঞ্জে তারুণ্যের উৎসবে বিতর্ক ও চিত্রাংকন প্রতিযোগিতা সদরপুরে হত্যা মামলার আসামি ধরতে গিয়ে দুই পুলিশ আহত যশোররে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে কেন্দ্র ঘোষিত গণসংযোগ ও লিফলেট বিতরণ ফরিদপুরে চুরি করতে গিয়ে চিনে ফেলায় হত্যা, অতঃপর আটক ৩ পত্নীতলায় দুই ভুয়া চিকিৎসক ও ক্লিনিক মালিকের জেলা জরিমানা নওগাঁ জেলা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন নওগাঁয় বিএমএসএফ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে ১০০ বোতল ফেনসিডিল সহ ০২ জন গ্রেফতার কক্সবাজারে খুলনার টিপু হত্যায় জড়িত তিনজন সিলেট থেকে গ্রেফতার কুষ্টিয়ার দৌলতপুরে বিদশী পিস্তল গুলিসহ  আটক ২ জীবনের ছুটে যাওয়া নামাজ কীভাবে আদায় করব? নতুন মূল্য নির্ধারণ: ১২ কেজির এলপিজি’র দাম ১৪৫৯ টাকা হেলমান্দের পথে-প্রান্তরে হাজার বছরের ঐতিহ্য বগুড়ায় জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুরে জিংক সমৃদ্ধ ধান সম্প্রসারণের লক্ষ্যে কর্মশালা গাজায় যুদ্ধ করতে চায় না অনেক ইসরায়েলি সেনা ঘণ্টায় ২০০০ ডলার দিয়ে দমকলকর্মী ভাড়া করছে লস অ্যাঞ্জেলেসের ধনীরা চট্টগ্রামে ইউপি চেয়ারম্যান গ্রেফতার সাবেক মন্ত্রী শাহাব উদ্দিন ও তার ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী পাকিস্তান
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৩:৩৩ অপরাহ্ন

ইসলামের সব কিছুর সঙ্গে ঈমানি চেতনার সুনিবিড় সম্পর্ক

অনলাইন ডেস্ক
আপলোড সময় : বুধবার, ১ জানুয়ারি, ২০২৫

বাঙালির আছে বর্ষপঞ্জি, পয়লা বৈশাখ, নববর্ষ। ইংরেজদের নেই। তাদের গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসারে ঈসা (আ.)-এর স্মরণে খ্রিস্টাব্দ-ঈসায়ি সন। বৈশ্বিক আবহে ইংরেজি বর্ষপরিক্রমা অনুসরণ আমাদের প্রাত্যহিকতার অনুষঙ্গ। পৌষের শীতার্ত মুহূর্ত জানান দিচ্ছে নববর্ষ ২০২৫ খ্রিস্টাব্দের। ইসলামে ইংরেজি নববর্ষকে আলাদাভাবে মূল্যায়নের অবকাশ নেই। গড্ডলিকা প্রবাহে গা ভাসানো ঈমানদারের বৈশিষ্ট্য নয়।

আল্লাহ্‌তাআলা বলেন, ‘বরং মুমিন তো তারাই, যারা আল্লাহ ও রাসুলের প্রতি বিশ্বাসে অবিচল এবং তা থেকে বিচ্যুৎ হয় না…।’ (সুরা : হুজুরাত, আয়াত : ১৫)। আর হাদিসের ভাষায়, ‘সে-ই ঈমানের প্রকৃত স্বাদ পেয়েছে, যে আল্লাহকে রব (প্রতিপালক), ইসলামকে দ্বিন (ধর্ম) ও মুহাম্মদকে (সা.) রাসুল হিসেবে পেয়ে সন্তুষ্ট।’ (মুসলিম)

ইসলামের সব কিছুর সঙ্গে ঈমানি চেতনার সুনিবিড় সম্পর্ক বিদ্যমান। প্রিয় নবী (সা.) বলেন, ‘যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে ভালোবাসবে এবং আল্লাহর সন্তুষ্টির জন্যই কারো সঙ্গে শত্রুতা পোষণ করবে আবার আল্লাহর সন্তুষ্টির জন্য দান করবে অথবা আল্লাহর সন্তুষ্টির জন্যই দান করা থেকে বিরত থাকবে, সে-ই তার ঈমানকে পূর্ণতায় পৌঁছে দিল।’ (তিরমিজি)।

ঈমানদারের বর্ষবরণেও এটাই মানদণ্ড। ২০২৫-এর শুরুতেই বৈষম্যহীন সমাজের প্রত্যয়-প্রত্যাশা, নির্বাচন, নতুনত্বের উচ্ছ্বাস, রাজনৈতিক উত্তাপ, সংস্কার, অর্থনৈতিক টানাপড়েন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির দীর্ঘশ্বাস সর্বত্র।

বর্ষপরিক্রমা মহান আল্লাহরই হুকুম : ‘তিনি সূর্যকে প্রচণ্ড দীপ্তি দিয়ে চাঁদ বানিয়ে দিলেন স্নিগ্ধতা ভরে, বছর গণনা ও হিসাবের তরে।’ (কাব্যানুবাদ, সুরা : ইউনুস, আয়াত : ৫)। ১২ মাসে এক বছর প্রসঙ্গে পবিত্র কোরআনে আছে, ‘নভোমণ্ডল-ভূমণ্ডল সৃষ্টির সূচনালগ্ন থেকেই আল্লাহ ১২টি মাস নির্ধারণ করেছেন…।’ (সুরা : তাওবা আয়াত : ৩৬)

নববর্ষ, হোক না তা হিজরি সনের প্রথম দিন, বঙ্গাব্দ বা ইংরেজি, বর্ষবরণে মনে রাখা জরুরি, আমরা মুসলমান এবং ধর্মীয় নিষেধাজ্ঞা ভঙ্গে শৈথিল্যের অবকাশ ইসলামে রাখা হয়নি, এক দিনের জন্যও।


এই বিভাগের আরও খবর