ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারে লড়াই চালিয়ে যাবে: ইকবাল হাসান মাহমুদ টুকু

মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে লালমনিরহাট সদর উপজেলার শহীদ আবুল কাশেম কলেজ মাঠে আয়োজিত ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, “আমরা বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য লড়াই চালিয়ে যাব।” লালমনিরহাট জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে তিনি এই অঙ্গীকার করেন।

তিনি বলেন, “বিশ্বের বিভিন্ন বিপ্লবের অভিজ্ঞতা আমাদের রয়েছে, যেমন ইরাক ও মিসরে। গণঅভ্যুত্থানের পর সাধারণত একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়। তখন একদল বিশৃঙ্খলা সৃষ্টি করে। কিন্তু আমরা বিএনপি সেই বিশৃঙ্খলার বিরুদ্ধে অবস্থান নিয়েছি এবং ভবিষ্যতেও থাকব।”

টুকু আরও বলেন, “শেখ হাসিনার আদালত আমাকে ৯ বছরের সাজা দিয়েছিল। আমি দীর্ঘদিন বিদেশে ছিলাম, কিন্তু দেশে ফিরে এসে মাথা নত করিনি। হাসিনার বিচারকে আমি স্বীকার করিনি, কারণ এর কোনো নৈতিক ভিত্তি নেই।”

শহীদ জিয়াউর রহমানের নামে এই ফুটবল টুর্নামেন্ট আয়োজন করায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর প্রশংসা করে টুকু বলেন, “শেখ হাসিনার ১৬ বছরের শাসনে আমাদের মামলা-হামলার মাধ্যমে চাপে রাখা হয়েছিল। কিন্তু দুলু বিভিন্ন খেলাধুলার আয়োজন করে লালমনিরহাটের নেতাকর্মীদের মনোবল ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।”

অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও জাতীয়তাবাদী যুবদলের সাবেক সভাপতি শামসুজ্জামান দুদু। তিনি বলেন, “দেশের গণতন্ত্র হরণ করা হয়েছে। জনগণ জানে, বিএনপিই তাদের অধিকার পুনরুদ্ধার করবে।”

রংপুর বিভাগের ৮ জেলার বিএনপির নেতাকর্মীরা এই আয়োজনে অংশ নেন। উপস্থিত ছিলেন রংপুর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সামু। বক্তারা টুর্নামেন্টটিকে শুধু ক্রীড়া আয়োজন নয়, বরং একটি আন্দোলন ও মনোবল চাঙ্গা করার প্রয়াস বলে উল্লেখ করেন।

অনুষ্ঠান শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। টুর্নামেন্টটি স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করেছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারে লড়াই চালিয়ে যাবে: ইকবাল হাসান মাহমুদ টুকু

আপডেট সময় : ০২:৫৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪

মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে লালমনিরহাট সদর উপজেলার শহীদ আবুল কাশেম কলেজ মাঠে আয়োজিত ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, “আমরা বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য লড়াই চালিয়ে যাব।” লালমনিরহাট জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে তিনি এই অঙ্গীকার করেন।

তিনি বলেন, “বিশ্বের বিভিন্ন বিপ্লবের অভিজ্ঞতা আমাদের রয়েছে, যেমন ইরাক ও মিসরে। গণঅভ্যুত্থানের পর সাধারণত একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়। তখন একদল বিশৃঙ্খলা সৃষ্টি করে। কিন্তু আমরা বিএনপি সেই বিশৃঙ্খলার বিরুদ্ধে অবস্থান নিয়েছি এবং ভবিষ্যতেও থাকব।”

টুকু আরও বলেন, “শেখ হাসিনার আদালত আমাকে ৯ বছরের সাজা দিয়েছিল। আমি দীর্ঘদিন বিদেশে ছিলাম, কিন্তু দেশে ফিরে এসে মাথা নত করিনি। হাসিনার বিচারকে আমি স্বীকার করিনি, কারণ এর কোনো নৈতিক ভিত্তি নেই।”

শহীদ জিয়াউর রহমানের নামে এই ফুটবল টুর্নামেন্ট আয়োজন করায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর প্রশংসা করে টুকু বলেন, “শেখ হাসিনার ১৬ বছরের শাসনে আমাদের মামলা-হামলার মাধ্যমে চাপে রাখা হয়েছিল। কিন্তু দুলু বিভিন্ন খেলাধুলার আয়োজন করে লালমনিরহাটের নেতাকর্মীদের মনোবল ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।”

অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও জাতীয়তাবাদী যুবদলের সাবেক সভাপতি শামসুজ্জামান দুদু। তিনি বলেন, “দেশের গণতন্ত্র হরণ করা হয়েছে। জনগণ জানে, বিএনপিই তাদের অধিকার পুনরুদ্ধার করবে।”

রংপুর বিভাগের ৮ জেলার বিএনপির নেতাকর্মীরা এই আয়োজনে অংশ নেন। উপস্থিত ছিলেন রংপুর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সামু। বক্তারা টুর্নামেন্টটিকে শুধু ক্রীড়া আয়োজন নয়, বরং একটি আন্দোলন ও মনোবল চাঙ্গা করার প্রয়াস বলে উল্লেখ করেন।

অনুষ্ঠান শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। টুর্নামেন্টটি স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করেছে।