ঢাকা ০৬:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজীপুরে গৃহবধূর গলা কাটা লাশ উদ্ধার, স্বামীর আত্মহত্যার চেষ্টা “নির্মাতা অমিতাভ রেজা আবার বিয়ে করলেন” “২০১৪, ’১৮ ও ’২৪–এর মতো নির্বাচন হলে ভয়াবহ ভোগান্তির আশঙ্কা: গোলাম পরওয়ার” ২৬ টুকরায় উদ্ধার হওয়া আশরাফুলের দাফন সম্পন্ন হয়েছে। লালমনিরহাটে ইএসডিও ও ম্যাক্স ফাউন্ডেশনের সম্মাননা প্রদান অনুষ্ঠান রাজধানীতে অস্থিরতা: বাড্ডা-শাহজাদপুরে দুই বাসে আগুন, ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ মোহাম্মদপুরে প্রাণিসম্পদ উপদেষ্টার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে ককটেল বিস্ফোরণ জাতীয় নির্বাচনের আগে গণভোটের সুপারিশ ঐকমত্য কমিশনের সয়াবিন তেলের দাম বাড়ানোর প্রস্তাব পাকিস্তানে ফের আত্মঘাতী বোমা হামলা, নিহত ১২

‘জাতির গর্ব হতে চাই একজন সন্তান হিসেবে’

  • NEWS21 staff Musabbir khan
  • আপডেট সময় : ০৩:২২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
  • ৬৯ বার পড়া হয়েছে

‘জাতির গর্ব হতে চাই একজন সন্তান হিসেবে’

বাংলাদেশ ফুটবলের নতুন ‘পোস্টার বয়’ হামজা চৌধুরীকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠান রবি আজিয়াটা। এক বছরের জন্য রবির সঙ্গে তার এই চুক্তির ঘোষণা দেওয়া হয় রবির করপোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে।

তেজগাঁওয়ে রবির ভবনে ঢুকতেই হামজাকে ঘিরে ধরেন উপস্থিত সাংবাদিকেরা। একে একে অনেকে মানুষই এগিয়ে আসনে হামজার সঙ্গে হাত মেলাতে, কেউ আসেন সেলফি তুলতে। এতো এতো ভিড়ের মধ্যেও কোনো বিরক্তির ছাপ নেই হামজার অভিব্যক্তিতে। মৃদু হাসিটা মুখে লেগেই ছিল যতক্ষণ ছিলেন।

হামজা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও আকর্ষণীয় ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলেছেন। পেশাদার ফুটবলারদের কাছে অর্থ উপার্জনই মুখ্য বিষয়। ফুটবলের পাশাপাশি বিভিন্ন পণ্যের দূত কিংবা সামাজিক কাজেও যুক্ত হন এজন্য অনেকে। তবে হামজার কাছে অর্থের চেয়ে দেশের প্রতি ভালোবাসা ও উন্নয়নই বড় বিষয়, ‘আমি টাকার কথা আলাদাভাবে চিন্তা করি না। দেশের প্রতি ভালোবাসা ও কীভাবে দেশের পরিস্থিতি উন্নত করতে পারি, সেটাই মূল বিষয়। সেই উন্নতিতে নিজের সামর্থ্যমতো অবদান রাখাই বাংলাদেশের হয়ে খেলার অন্যতম কারণ। বাংলাদেশের সঙ্গে শৈশবের অনেক স্মৃতি জড়িয়ে আছে। এখানে আসাটা উপভোগ করি। বিশেষ করে তরুণ প্রজন্মকে ফুটবল খেলতে অনুপ্রাণিত করতে।’

বাংলাদেশে এলেই যে অকৃত্রিম ভালোবাসা পান, তা তাকে বারবার দেশে ফিরে আসতে অনুপ্রাণিত করে বলে জানান হামজা। তিনি বলেন, ‘আমি যে ভালোবাসা পাই, সেটা আমি খুব ভালোভাবে লালন করি। চেষ্টা করি সেই ভালোবাসা ও সমর্থনটা সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে। এটাই আমাকে বারবার এখানে ফিরে আসার ইচ্ছে জাগায়।’

NEW21
NEW21

দেশের প্রতি তার পরিবারের ভালোবাসার কথাও তুলে ধরেন তিনি। জানান, তার সন্তানেরাও বাংলাদেশ ছাড়লে এখানে ফিরে আসার বায়না ধরে এবং আগামী মার্চে তারা আবারও বাংলাদেশে আসবে। তখন এশিয়ান কাপ বাছাইয়ের শেষ খেলায় সিঙ্গাপুরকে মোকাবেলা করবে বাংলাদেশ।

আসন্ন ম্যাচগুলো সামনে রেখে নিজের লক্ষ্যের কথা পুনর্ব্যক্ত করে হামজা বলেন, ‘প্রত্যেক সন্তানই চায় তার বাবা-মাকে গর্বিত করতে। আমি দেশের সন্তান হিসেবে পুরো জাতিকে গর্বিত করতে চাই।’

ঝিমিয়ে পড়া ফুটবল আবার জেগে উঠেছে। ফুটবল নিয়ে মানুষ গর্ব করার মতো উপলক্ষ পেয়েছে। সেই গর্বের অলঙ্কার এক হামজা চৌধুরী। দেশের ফুটবলে নিজের এই প্রভাবকে কীভাবে দেখেন? হামজা বলেন, ‘সত্যি বলতে, এখনো অবাস্তব মনে হয়। আমি শুধু এই দেশের অংশ হতে চাই, গর্ব করতে চাই এবং যে কোনোভাবে দেশকে প্রতিনিধিত্ব করতে চাই। বিশেষ করে আমার বাবা-মায়ের জন্য।’

উল্লেখ্য, আগামী ১৩ নভেম্বর নেপাল এবং ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। দুটি ম্যাচই ঢাকা জাতীয় স্টেডিয়ামে রাত ৮টায় অনুষ্ঠিত হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে গৃহবধূর গলা কাটা লাশ উদ্ধার, স্বামীর আত্মহত্যার চেষ্টা

‘জাতির গর্ব হতে চাই একজন সন্তান হিসেবে’

আপডেট সময় : ০৩:২২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

বাংলাদেশ ফুটবলের নতুন ‘পোস্টার বয়’ হামজা চৌধুরীকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠান রবি আজিয়াটা। এক বছরের জন্য রবির সঙ্গে তার এই চুক্তির ঘোষণা দেওয়া হয় রবির করপোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে।

তেজগাঁওয়ে রবির ভবনে ঢুকতেই হামজাকে ঘিরে ধরেন উপস্থিত সাংবাদিকেরা। একে একে অনেকে মানুষই এগিয়ে আসনে হামজার সঙ্গে হাত মেলাতে, কেউ আসেন সেলফি তুলতে। এতো এতো ভিড়ের মধ্যেও কোনো বিরক্তির ছাপ নেই হামজার অভিব্যক্তিতে। মৃদু হাসিটা মুখে লেগেই ছিল যতক্ষণ ছিলেন।

হামজা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও আকর্ষণীয় ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলেছেন। পেশাদার ফুটবলারদের কাছে অর্থ উপার্জনই মুখ্য বিষয়। ফুটবলের পাশাপাশি বিভিন্ন পণ্যের দূত কিংবা সামাজিক কাজেও যুক্ত হন এজন্য অনেকে। তবে হামজার কাছে অর্থের চেয়ে দেশের প্রতি ভালোবাসা ও উন্নয়নই বড় বিষয়, ‘আমি টাকার কথা আলাদাভাবে চিন্তা করি না। দেশের প্রতি ভালোবাসা ও কীভাবে দেশের পরিস্থিতি উন্নত করতে পারি, সেটাই মূল বিষয়। সেই উন্নতিতে নিজের সামর্থ্যমতো অবদান রাখাই বাংলাদেশের হয়ে খেলার অন্যতম কারণ। বাংলাদেশের সঙ্গে শৈশবের অনেক স্মৃতি জড়িয়ে আছে। এখানে আসাটা উপভোগ করি। বিশেষ করে তরুণ প্রজন্মকে ফুটবল খেলতে অনুপ্রাণিত করতে।’

বাংলাদেশে এলেই যে অকৃত্রিম ভালোবাসা পান, তা তাকে বারবার দেশে ফিরে আসতে অনুপ্রাণিত করে বলে জানান হামজা। তিনি বলেন, ‘আমি যে ভালোবাসা পাই, সেটা আমি খুব ভালোভাবে লালন করি। চেষ্টা করি সেই ভালোবাসা ও সমর্থনটা সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে। এটাই আমাকে বারবার এখানে ফিরে আসার ইচ্ছে জাগায়।’

NEW21
NEW21

দেশের প্রতি তার পরিবারের ভালোবাসার কথাও তুলে ধরেন তিনি। জানান, তার সন্তানেরাও বাংলাদেশ ছাড়লে এখানে ফিরে আসার বায়না ধরে এবং আগামী মার্চে তারা আবারও বাংলাদেশে আসবে। তখন এশিয়ান কাপ বাছাইয়ের শেষ খেলায় সিঙ্গাপুরকে মোকাবেলা করবে বাংলাদেশ।

আসন্ন ম্যাচগুলো সামনে রেখে নিজের লক্ষ্যের কথা পুনর্ব্যক্ত করে হামজা বলেন, ‘প্রত্যেক সন্তানই চায় তার বাবা-মাকে গর্বিত করতে। আমি দেশের সন্তান হিসেবে পুরো জাতিকে গর্বিত করতে চাই।’

ঝিমিয়ে পড়া ফুটবল আবার জেগে উঠেছে। ফুটবল নিয়ে মানুষ গর্ব করার মতো উপলক্ষ পেয়েছে। সেই গর্বের অলঙ্কার এক হামজা চৌধুরী। দেশের ফুটবলে নিজের এই প্রভাবকে কীভাবে দেখেন? হামজা বলেন, ‘সত্যি বলতে, এখনো অবাস্তব মনে হয়। আমি শুধু এই দেশের অংশ হতে চাই, গর্ব করতে চাই এবং যে কোনোভাবে দেশকে প্রতিনিধিত্ব করতে চাই। বিশেষ করে আমার বাবা-মায়ের জন্য।’

উল্লেখ্য, আগামী ১৩ নভেম্বর নেপাল এবং ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। দুটি ম্যাচই ঢাকা জাতীয় স্টেডিয়ামে রাত ৮টায় অনুষ্ঠিত হবে।