দেশের শিল্প-কারখানাগুলো বহু বছর ধরে গ্যাস-বিদ্যুতের সংকট মোকাবিলা করে আসছে। চাহিদামতো জ্বালানি ও বিদ্যুত না পাওয়ার কারণে কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। এ সমস্যা নিরসনে নতুন উদ্যোগ নিয়েছে ফকির টেকনোলজিস লিমিটেড। প্রতিষ্ঠানটি জিরো ব্র্যান্ড নামে তিনটি ভিন্ন ক্ষমতাসম্পন্ন ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম বা বেস প্রতিস্থাপনে সক্ষম হয়েছে, যা নিরবচ্ছিন্ন ও সাশ্রয়ী বিদ্যুৎ নিশ্চিত, ডিজেল জেনারেটরের ওপর নির্ভরতা হ্রাস এবং কার্বন নিঃসরণ উল্লেখযোগ্য হারে কমিয়ে আনবে। ফলে শিল্পের খরচ কমবে।
শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ফকির ফ্যাশন ফ্যামিলির অধীনস্থ প্রতিষ্ঠান ফকির টেকনোলজি। ফকির টেকনোলজি বলছে, এই উদ্যোগ দেশে রূপান্তরিত জ্বালানির ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে। তারা জেডইআরও (জিরো) ব্র্যান্ড নামে তিনটি ভিন্ন ক্ষমতাসম্পন্ন বিইএসএসের (ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম বা বেস) সফলতার সাথে প্রতিস্থাপনে সক্ষম হয়েছে। শিল্প কারখানা, ব্যবসা প্রতিষ্ঠান ও গৃহস্থালির চাহিদা অনুযায়ী নকশা করা জিরো বেস সরাসরি সোলার এবং গ্রিড পাওয়ারের সাথে সমন্বিতভাবে কাজ করার সক্ষমতা রাখে।
ফকির টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক ফকির কামরুজ্জামান নাহিদ বলেন, এই নতুন সংযোজন শিল্পখাতে বিদ্যুৎ সক্ষমতা নিশ্চিত করতে এক নতুন মাইলফলক তৈরি করেছে। এক মেগাওয়াটের জিরো বেসটি বছরে ৬৬১ টন কার্বন নিঃসরণ কমাতে সক্ষম, যা দেশের পরিবেশবান্ধব ও দীর্ঘমেয়াদী ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ। সংবাদ বিজ্ঞপ্তি
sharmin sanjida 
























