ঢাকা ০৩:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সাতক্ষীরায় ১০৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের নিকট হস্তান্তর করল পুলিশ

সাতক্ষীরায় ১০৮টি হারোনা মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ।
আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা ১২টায় জেলা পুলিশ লাইন্সে এ মোবাইল ফিরিয়ে দেন পুলিশ সুপার মনিরুল ইসলাম। এছাড়া মোবাইল ব্যাংকিং প্রতারণার শিকার ২০ জনকে ৩ লাখ ৬০ হাজার টাকা উদ্ধার করে ফিরিয়ে দেয়া হয়েছে।
পুলিশ সুপার মনিরুল ইসলাম জানান, ডিজিটাল অপরাধ দমন কাজ করছে পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি নাগরিকদের সচেতন করাও আমাদের দায়িত্ব। সাতক্ষীরা সাইবার টিম সফলভাবে কার্যক্রম পরিচালনা করছে।
তিনি আরও জানান, জেলার বিভিন্ন থানায় করা জিডির ভিত্তিতে গত জুলাই থেকে সেপ্টেম্বর মাসে এসব মোবাইল উদ্ধার করা হয়। ১০৮টি মোবাইলের বাজার মূল্য প্রায় ১৬ লাখ ২০ হাজার টাকা বলেও জানান তিনি।
অপরদিকে, হারানো মোবাইল ফেরত পেয়ে সন্তোষ প্রকাশ করেন মালিকরা। পুলিশের এমন দায়িত্বশীলতার প্রশংসায় ভাসছেন সকলেই।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় ১০৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের নিকট হস্তান্তর করল পুলিশ

আপডেট সময় : ০৬:২৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

সাতক্ষীরায় ১০৮টি হারোনা মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ।
আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা ১২টায় জেলা পুলিশ লাইন্সে এ মোবাইল ফিরিয়ে দেন পুলিশ সুপার মনিরুল ইসলাম। এছাড়া মোবাইল ব্যাংকিং প্রতারণার শিকার ২০ জনকে ৩ লাখ ৬০ হাজার টাকা উদ্ধার করে ফিরিয়ে দেয়া হয়েছে।
পুলিশ সুপার মনিরুল ইসলাম জানান, ডিজিটাল অপরাধ দমন কাজ করছে পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি নাগরিকদের সচেতন করাও আমাদের দায়িত্ব। সাতক্ষীরা সাইবার টিম সফলভাবে কার্যক্রম পরিচালনা করছে।
তিনি আরও জানান, জেলার বিভিন্ন থানায় করা জিডির ভিত্তিতে গত জুলাই থেকে সেপ্টেম্বর মাসে এসব মোবাইল উদ্ধার করা হয়। ১০৮টি মোবাইলের বাজার মূল্য প্রায় ১৬ লাখ ২০ হাজার টাকা বলেও জানান তিনি।
অপরদিকে, হারানো মোবাইল ফেরত পেয়ে সন্তোষ প্রকাশ করেন মালিকরা। পুলিশের এমন দায়িত্বশীলতার প্রশংসায় ভাসছেন সকলেই।