বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৩১ দফা বাস্তবায়ন এবং ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেছে জামালপুর জেলা যুবদল।
জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খানের নেতৃত্বে বিএনপি, যুবদল এবং অন্যান্য অঙ্গ-সংগঠনের কয়েকশ নেতাকর্মী জামালপুর সদরের কেন্দুয়া ইউনিয়নের একাংশ, পৌর শহরের টিউবওয়েলপাড়, বেলটিয়া এবং বিএডিসি মোড় এলাকায় ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন।
সোমবার (১৩ অক্টোবর) এ লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।
লিফলেট বিতরণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে সোহেল রানা বলেন, আমরা রাষ্ট্র মেরামতের ৩১ দফা সংবলিত লিফলেট বিতরণ করেছি এবং পাশাপাশি ধানের শীষে ভোট চেয়েছি। এই ৩১ দফা সংবলিত লিফলেট কেন বিতরণ করেছি? আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের রাষ্ট্র পরিচালনার জন্য এই লিফলেট বিতরণ করেছি। আগামীতে তারেক রহমানের নেতৃত্বে জনগণের সম্পৃক্ততায় যে নিয়মে রাষ্ট্র চলবে তার সবকিছুই ৩১ দফায় উল্লেখ আছে।
এ সময় তিনি খালেদা জিয়া এবং তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করেন।