ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুষ্টিয়ায় বিজিবির অভিযান, ১৪ কোটি টাকার চায়না জাল জব্দ সদরপুরে মা-ইলিশ রক্ষায় অভিযান: ৭ জেলেকে কারাদণ্ড, ৫ হাজার মিটার জাল জব্দ সদরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত সাতক্ষীরায় স্বাস্থ্য বিভাগের উদ্যোগে টিভিসি ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন মুক্তির আগে ফিলিস্তিনি বন্দীদের ওপর নির্যাতন চালাচ্ছে ইসরায়েল রাজধানীতে ধানের শীষে ভোট চাইলেন যুবদল নেতা সাজ্জাদুল মিরাজ হল্যান্ড-মেসির গোল উৎসবের রাতে পেনাল্টি মিসে ম্লান রোনালদো ২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলতে যা করতে হবে বাংলাদেশকে ইসরায়েলের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়িয়েছে ৬ আরব দেশ আফগানিস্তান সীমান্তে সংঘর্ষে ২৩ সেনা নিহত: পাকিস্তান

শেয়ারবাজারে অনলাইন বিনিয়োগের ফাঁদে মানুষ

  • sharmin sanjida
  • আপডেট সময় : ০২:২৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
  • ২৯ বার পড়া হয়েছে

ফেসবুক থেকে শুরু করে হোয়াটসঅ্যাপ গ্রুপ, ভুয়া ওয়েবসাইট ও মোবাইল অ্যাপে বিনিয়োগ প্রতারণার নতুন ফাঁদ তৈরি হয়েছে অনলাইনে। অল্প সময়ে মোটা মুনাফার লোভ দেখিয়ে সাধারণ মানুষকে এ ফাঁদে টেনে নিচ্ছে একদল প্রতারক। গ‌বেষণা সংস্থা ডিসমিস ল্যাবের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। মঙ্গলবার প্র‌তি‌বেদন‌টি প্রকা‌শিত হয়।

প্রলোভন আর প্রোপাগান্ডা
ডিসমিস ল্যাব জানায়, প্রতারক চক্র প্রথমে ফেসবুক বা ইনস্টাগ্রামে বিজ্ঞাপন দেয়। সেখানে বলা হয়, অল্প টাকায় দ্রুত মুনাফা পাওয়া সম্ভব। বিজ্ঞাপন দেখে আগ্রহী হলে, তাকে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে আনা হয়। সেই গ্রুপে প্রতিদিন ‘বিশেষজ্ঞ বিশ্লেষণ’, ‘স্টক মার্কেট প্রশিক্ষণ’ ও ‘লাভের নিশ্চয়তা’ শিরোনামে পোস্ট দেওয়া হয়। গ্রুপে সাজানো প্রশংসাসূচক মন্তব্যও যুক্ত থাকে। এরপর ওই গ্রুপ থেকেই পাঠানো হয় নিবন্ধনের কোড ও লিংক। এতে প্রবেশ করলে দেখা যায়, ভুয়া ওয়েবসাইট বা অ্যান্ড্রয়েড অ্যাপ, যেখানে বিনিয়োগের নামে টাকা জমা দিতে বলা হয়। বেশির ভাগ ক্ষেত্রেই বিকাশ, নগদসহ মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের ব্যক্তিগত অ্যাকাউন্ট ব্যবহার করা হয়।

কীভাবে বাঁচবেন এই প্রতারণা থেকে
বিশেষজ্ঞদের মতে, শেয়ারবাজারে বিনিয়োগ করার আগে যে কোনো প্রতিষ্ঠানের বৈধতা যাচাই করা জরুরি। বিএসইসির অনুমোদিত ব্রোকারেজের বাইরে অন্য কারও কাছে অর্থ বিনিয়োগ ঝুঁকিপূর্ণ। বিশেষ করে যেসব বিজ্ঞাপনে অল্প সময়ে শতকরা লাভের নিশ্চয়তা দেওয়া হয়, সেগুলো সন্দেহজনক বলে ধরে নেওয়া উচিত।
প্রতারকরা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ব্যবহার করলেও সাধারণ মানুষকে সতর্ক হতে হবে। কারণ, ব্যক্তিগত অ্যাকাউন্টে টাকা জমা দেওয়া হলে প্রতারণা প্রমাণ করা ও আইনগত প্রতিকার পাওয়া কঠিন হয়ে যায়।
শেয়ারবাজারে নিয়ন্ত্রক সংস্থার কড়া নজরদারি এবং সামাজিক মাধ্যমে ভুয়া বিজ্ঞাপন শনাক্তের উদ্যোগ বাড়ানো না গেলে আরও অনেক মানুষ এ ধরনের প্রতারণার শিকার হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় বিজিবির অভিযান, ১৪ কোটি টাকার চায়না জাল জব্দ

শেয়ারবাজারে অনলাইন বিনিয়োগের ফাঁদে মানুষ

আপডেট সময় : ০২:২৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫

ফেসবুক থেকে শুরু করে হোয়াটসঅ্যাপ গ্রুপ, ভুয়া ওয়েবসাইট ও মোবাইল অ্যাপে বিনিয়োগ প্রতারণার নতুন ফাঁদ তৈরি হয়েছে অনলাইনে। অল্প সময়ে মোটা মুনাফার লোভ দেখিয়ে সাধারণ মানুষকে এ ফাঁদে টেনে নিচ্ছে একদল প্রতারক। গ‌বেষণা সংস্থা ডিসমিস ল্যাবের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। মঙ্গলবার প্র‌তি‌বেদন‌টি প্রকা‌শিত হয়।

প্রলোভন আর প্রোপাগান্ডা
ডিসমিস ল্যাব জানায়, প্রতারক চক্র প্রথমে ফেসবুক বা ইনস্টাগ্রামে বিজ্ঞাপন দেয়। সেখানে বলা হয়, অল্প টাকায় দ্রুত মুনাফা পাওয়া সম্ভব। বিজ্ঞাপন দেখে আগ্রহী হলে, তাকে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে আনা হয়। সেই গ্রুপে প্রতিদিন ‘বিশেষজ্ঞ বিশ্লেষণ’, ‘স্টক মার্কেট প্রশিক্ষণ’ ও ‘লাভের নিশ্চয়তা’ শিরোনামে পোস্ট দেওয়া হয়। গ্রুপে সাজানো প্রশংসাসূচক মন্তব্যও যুক্ত থাকে। এরপর ওই গ্রুপ থেকেই পাঠানো হয় নিবন্ধনের কোড ও লিংক। এতে প্রবেশ করলে দেখা যায়, ভুয়া ওয়েবসাইট বা অ্যান্ড্রয়েড অ্যাপ, যেখানে বিনিয়োগের নামে টাকা জমা দিতে বলা হয়। বেশির ভাগ ক্ষেত্রেই বিকাশ, নগদসহ মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের ব্যক্তিগত অ্যাকাউন্ট ব্যবহার করা হয়।

কীভাবে বাঁচবেন এই প্রতারণা থেকে
বিশেষজ্ঞদের মতে, শেয়ারবাজারে বিনিয়োগ করার আগে যে কোনো প্রতিষ্ঠানের বৈধতা যাচাই করা জরুরি। বিএসইসির অনুমোদিত ব্রোকারেজের বাইরে অন্য কারও কাছে অর্থ বিনিয়োগ ঝুঁকিপূর্ণ। বিশেষ করে যেসব বিজ্ঞাপনে অল্প সময়ে শতকরা লাভের নিশ্চয়তা দেওয়া হয়, সেগুলো সন্দেহজনক বলে ধরে নেওয়া উচিত।
প্রতারকরা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ব্যবহার করলেও সাধারণ মানুষকে সতর্ক হতে হবে। কারণ, ব্যক্তিগত অ্যাকাউন্টে টাকা জমা দেওয়া হলে প্রতারণা প্রমাণ করা ও আইনগত প্রতিকার পাওয়া কঠিন হয়ে যায়।
শেয়ারবাজারে নিয়ন্ত্রক সংস্থার কড়া নজরদারি এবং সামাজিক মাধ্যমে ভুয়া বিজ্ঞাপন শনাক্তের উদ্যোগ বাড়ানো না গেলে আরও অনেক মানুষ এ ধরনের প্রতারণার শিকার হবে বলে আশঙ্কা করা হচ্ছে।