আর্জেন্টিনায় তিন তরুণীকে হত্যা করেছে একটি মাদক চক্রের সদস্যরা। নৃশংস এই হত্যাকাণ্ডের প্রতিবাদ ও ন্যায়বিচারের দাবিতে শনিবার দেশটির রাজধানী বুয়েনস আয়ার্সে সংসদ ভবনের সামনের রাস্তায় বিক্ষোভ করেন হাজারো মানুষ।
নিহতরা হলো– ১৫ বছর বয়সী লারা গুতিয়েরেস এবং তাঁর ২০ বছর বয়সী দুই কাজিন মোরেনা ভার্দি ও ব্রেন্ডা দেল কাস্তিয়ো। পরিসংখ্যান বলছে, আর্জেন্টিনায় প্রতি ৩৬ ঘণ্টায় একজন নারী খুন হন।
তদন্তে জানা যায়, একটি মাদক চক্রের সদস্যরা পার্টিতে যাওয়ার কথা বলে তাদের গাড়িতে তুলে নেয়। পরে তাদের ওপর নির্যাতন চালিয়ে হত্যা করে এবং সেই দৃশ্য সরাসরি সম্প্রচার করে। ঘটনার সঙ্গে জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে চক্রের মূল হোতা, ২০ বছরের এক পেরুভিয়ান যুবক এখনও পলাতক। বিবিসি।