ঢাকা ১০:০১ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

আখাউড়ায় সড়ক দুর্ঘটনায় আহত বিএনপি নেতার মৃত্যু

  • Meghla
  • আপডেট সময় : ০২:৪২:২৫ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫
  • ৪১ বার পড়া হয়েছে

আখাউড়ায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. কোব্বাত হোসেন (৪৮) ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে অবশেষে মারা গেছেন। শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শনিবার (২৬ জুলাই) দুপুরে আখাউড়া উপজেলার দেবগ্রাম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৪ জুলাই নিজ বাড়ির সামনে রাস্তা পার হওয়ার সময় কোব্বাত হোসেনকে ব্যাটারিচালিত একটি অটোরিকশা ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। প্রথমে তাকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয় এবং সেখান থেকে ঢাকায় স্থানান্তর করা হয়। ঢাকায় তার মাথায় অস্ত্রোপচার করা হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।

এদিকে, স্থানীয়রা অভিযোগ করেছেন, আখাউড়ার প্রধান সড়ক ও অলিগলিতে অটোরিকশার বেপরোয়া চলাচলের কারণে দুর্ঘটনা বাড়ছে। প্রায়ই দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটছে। এ বিষয়ে প্রশাসনের কঠোর পদক্ষেপ ও নিয়ন্ত্রণ দাবি করেছেন এলাকাবাসী।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

আখাউড়ায় সড়ক দুর্ঘটনায় আহত বিএনপি নেতার মৃত্যু

আপডেট সময় : ০২:৪২:২৫ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫

আখাউড়ায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. কোব্বাত হোসেন (৪৮) ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে অবশেষে মারা গেছেন। শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শনিবার (২৬ জুলাই) দুপুরে আখাউড়া উপজেলার দেবগ্রাম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৪ জুলাই নিজ বাড়ির সামনে রাস্তা পার হওয়ার সময় কোব্বাত হোসেনকে ব্যাটারিচালিত একটি অটোরিকশা ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। প্রথমে তাকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয় এবং সেখান থেকে ঢাকায় স্থানান্তর করা হয়। ঢাকায় তার মাথায় অস্ত্রোপচার করা হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।

এদিকে, স্থানীয়রা অভিযোগ করেছেন, আখাউড়ার প্রধান সড়ক ও অলিগলিতে অটোরিকশার বেপরোয়া চলাচলের কারণে দুর্ঘটনা বাড়ছে। প্রায়ই দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটছে। এ বিষয়ে প্রশাসনের কঠোর পদক্ষেপ ও নিয়ন্ত্রণ দাবি করেছেন এলাকাবাসী।