বিজিবির ধারাবাহিক মাদকবিরোধী অভিযানে ৪৭ বোতল মদ, ৩.৫ কেজি কারেন্ট জাল ও১৫০২০ প্যাকেট বিড়ি আটক করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।
কুষ্টিয়ার ব্যাটালিয়ন (৪৭ বিজিবির) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মোর্শেদুর রহমান পিএসসি এক লিখিত প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন।তিনি প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গত ২৫ জুন আনুমানিক বিকাল ঘটিকায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় ষোলদাগ বড় মসজিদ নামক স্থানে সহকারী পরিচালক মোঃ জাকিরুল ইসলাম এর নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল কর্তৃক মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১,৫০২০ প্যাকেট বিড়ি আটক করতে সক্ষম হয়। যার আনুমানিক সিজার মূল্য ৮,২৬,১০০/- (আট লক্ষ ছাব্বিশ হাজার একশত) টাকা।
সেই সাথে একই দিনে গত ২৫ জুন আনুমানিক ১১০০ ঘটিকায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৫২/২-এস হতে আনুমানিক ০৫ গজ বাংলাদেশের অভ্যন্তরে জামালপুর নামক স্থানে নং-৬০৬১১ হাবিলদার সাইদুর রহমান এর নেতৃত্বে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৩০ বোতল মদ আটক করতে সক্ষম হয়। যার আনুমানিক সিজার মূল্য ৪৫,০০০/- (পঁয়তাল্লিশ হাজার) টাকা।
অনদিকে গত ২৪ জুন আনুমানিক রাত ১১. ৫৫ ঘটিকায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ উদয়নগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৮৪/৬-এস হতে আনুমানিক ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আতারপাড়া নামক স্থানে জেসিও-১০৩২২ নায়েব সুবেদার মোঃ শহিদুল ইসলাম এর নেতৃত্বে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১৭ বোতল মদ এবং ৩.৫ কেজি কারেন্ট জাল আটক করতে সক্ষম হয়। যার আনুমানিক সিজার মূল্য ৩০,৭৫০/- (ত্রিশ হাজার সাতশত পঁঞ্চাশ) টাকা।
মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামালের সর্বমোট সিজার মূল্য- ৯,০১,৮৫০/- (নয় লক্ষ এক হাজার আটশত পঁঞ্চাশ) টাকা।
গৃহীত ব্যবস্থা।* মালিকবিহীন অবস্থায় আটককৃত মাদকদ্রব্য এবং কারেন্ট জাল ধ্বংসের নিমিত্তে ব্যাটালিয়ন সদরের মাদক ষ্টোরে জমা এবং বিড়ি কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক পাচারসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে। এ সকল উল্লেখযোগ্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার বিজিবির দৃঢ় প্রতিশ্রুতির একটি সফল দৃষ্টান্ত। ভবিষ্যতেও চোরাকারবারীসহ মাদক আটকে বিজিবি কার্যকর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।