মঙ্গলবার দুপুরে চুনারুঘাট থানা পুলিশ হবিগঞ্জ আদালতে সোপর্দ করলে সেখান থেকে জেলা কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তাররা হলেন, ঘটনাস্থলের পাশের গাদিশাইল গ্রামের কাজল মিয়া (৫০) ও তার স্ত্রী মিনারা খাতুন (৪৫)।
মঙ্গলবার দুপুরে চুনারুঘাট থানা পুলিশ হবিগঞ্জ আদালতে সোপর্দ করলে সেখান থেকে জেলা কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তাররা হলেন, ঘটনাস্থলের পাশের গাদিশাইল গ্রামের কাজল মিয়া (৫০) ও তার স্ত্রী মিনারা খাতুন (৪৫)।
জানা যায়, মিনার ৮ বছর আগে সরকারি রাস্তা দখলের দায়ে ভ্রাম্যমাণ আদালতে ৩ মাস কারাদণ্ডাদেশ পেয়েছিলেন। মামলার প্রধান আসামি ডুলনা গ্রামের মরম আলীর ছেলে কাপ্তান মিয়া বিদেশে পালানোর গতকাল সোমবার রাতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর আলম এসব তথ্য দিয়েছেন।
পুলিশ জানায়, স্থানীয় মিনারা খাতুন, কাপ্তান মিয়া ও মোতাব্বির মিয়াদের সাথে ডুলনা গ্রামের একটি জায়গা নিয়ে আব্দুল হাইয়ের বিরোধ ছিল।
নিহত আব্দুল হাই একই উপজেলার জারুলিয়া গ্রামের বাসিন্দা ও স্থানীয় আসামপাড়া বাজারে কাপড়ের ব্যবসায়ী। গত শনিবার (১৯ এপ্রিল) দুপুরে পাশের ডুলনা গ্রামে তাকে কুপিয়ে হত্যা করা হয়।
স্থানীয়রা জানান, দুপুরে আব্দুল হাই ডুলনা গ্রামের রাস্তার পাশে নিজের জায়গা থেকে বাঁশ কাটছিলেন।