ঢাকা ০১:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

পল্লবীতে ছুরিকাঘাতে একজনকে হত্যা

  • Meghla
  • আপডেট সময় : ১২:৪৯:৫৪ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে

রাজধানীতে পল্লবীর সাংবাদিক কলোনির কাছে আজ শুক্রবার সন্ধ্যায় ছুরিকাঘাতে এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। তাঁর নাম মো. সেলিম (৩৫)। তিনি মিরপুর-১২ নম্বর সেকশনের ১৫ নম্বর লেনে থাকতেন।

সেলিমের খালা ইয়াসমিন বেগম প্রথম আলোকে বলেন, আজ সন্ধ্যায় ইফতারের পর সেলিম পল্লবী সাংবাদিক কলোনির পাশে ওয়াপদা ভবনের সামনে ঘুরতে গিয়েছিলেন। সেখানে পারভেজসহ আরও কিছু দুর্বৃত্ত তাঁর মাথায়, পেটের বাঁ পাশসহ শরীরের নানা জায়গায় এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। সেখান থেকে সেলিমকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তিনিসহ প্রতিবেশীরা রাত আটটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সেলিমকে মৃত ঘোষণা করেন।

হাসপাতাল প্রাঙ্গণে সেলিমের কয়েকজন প্রতিবেশী দাবি করেন, সেলিমের সঙ্গে পূর্বশত্রুতার জের ধরে পারভেজ ও তাঁর সহযোগীরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন। সেলিম বিএনপির সমর্থক ছিলেন। হামলাকারীরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত।

যোগাযোগ করা হলে আজ রাত ৯টার দিকে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমি ঘটনাস্থলে আছি। হত্যাকাণ্ডের কারণ বের করার চেষ্টা চলছে

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পল্লবীতে ছুরিকাঘাতে একজনকে হত্যা

আপডেট সময় : ১২:৪৯:৫৪ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫

রাজধানীতে পল্লবীর সাংবাদিক কলোনির কাছে আজ শুক্রবার সন্ধ্যায় ছুরিকাঘাতে এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। তাঁর নাম মো. সেলিম (৩৫)। তিনি মিরপুর-১২ নম্বর সেকশনের ১৫ নম্বর লেনে থাকতেন।

সেলিমের খালা ইয়াসমিন বেগম প্রথম আলোকে বলেন, আজ সন্ধ্যায় ইফতারের পর সেলিম পল্লবী সাংবাদিক কলোনির পাশে ওয়াপদা ভবনের সামনে ঘুরতে গিয়েছিলেন। সেখানে পারভেজসহ আরও কিছু দুর্বৃত্ত তাঁর মাথায়, পেটের বাঁ পাশসহ শরীরের নানা জায়গায় এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। সেখান থেকে সেলিমকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তিনিসহ প্রতিবেশীরা রাত আটটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সেলিমকে মৃত ঘোষণা করেন।

হাসপাতাল প্রাঙ্গণে সেলিমের কয়েকজন প্রতিবেশী দাবি করেন, সেলিমের সঙ্গে পূর্বশত্রুতার জের ধরে পারভেজ ও তাঁর সহযোগীরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন। সেলিম বিএনপির সমর্থক ছিলেন। হামলাকারীরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত।

যোগাযোগ করা হলে আজ রাত ৯টার দিকে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমি ঘটনাস্থলে আছি। হত্যাকাণ্ডের কারণ বের করার চেষ্টা চলছে