তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটে ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ শীর্ষক এক পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে তিস্তা নদী রক্ষা আন্দোলনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
জেলা শহরের রেলওয়ে স্টেশন রোড থেকে শুরু হয়ে পদযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিশনমোড়ে গিয়ে শেষ হয়। নেতৃত্ব দেন তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির প্রধান সমন্বয়ক, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
পদযাত্রা শেষে আয়োজিত পথসভায় বক্তারা তিস্তা নদী খনন, তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় ও তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবি জানান। পাশাপাশি, দাবি আদায়ে আগামী ১৭ ও ১৮ ফেব্রুয়ারি নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর ও গাইবান্ধাসহ ১১টি স্থানে একযোগে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।