ঢাকা ০১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সদরপুরে মা-ইলিশ রক্ষায় অভিযান: ৭ জেলেকে কারাদণ্ড, ৫ হাজার মিটার জাল জব্দ সদরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত সাতক্ষীরায় স্বাস্থ্য বিভাগের উদ্যোগে টিভিসি ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন মুক্তির আগে ফিলিস্তিনি বন্দীদের ওপর নির্যাতন চালাচ্ছে ইসরায়েল রাজধানীতে ধানের শীষে ভোট চাইলেন যুবদল নেতা সাজ্জাদুল মিরাজ হল্যান্ড-মেসির গোল উৎসবের রাতে পেনাল্টি মিসে ম্লান রোনালদো ২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলতে যা করতে হবে বাংলাদেশকে ইসরায়েলের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়িয়েছে ৬ আরব দেশ আফগানিস্তান সীমান্তে সংঘর্ষে ২৩ সেনা নিহত: পাকিস্তান ঝিনাইদহ সীমান্তে ১৪ জনকে আটক করেছে বিজিবি

সাকিব–তামিম আবারও মুখোমুখি

যদিও বর্তমানে নানা ইস্যুতে দুজনের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে তবুও দীর্ঘদিনের সতীর্থ তাঁরা। সাকিব আল হাসান ও তামিম ইকবালের দ্বন্দ্বের বিষয়টি কারও অজানা নয়। সেই সাকিব–তামিম আবার মাঠের লড়াইয়ে মুখোমুখি হতে যাচ্ছেন।

সাবেক আন্তর্জাতিক ক্রিকেটারদের নিয়ে আগামী ৬ ফেব্রুয়ারি ভারতের ছত্তিশগড় রাজ্যের রায়পুরে শুরু হচ্ছে লিজেন্ড ৯০ লিগ। সাত দলের এই টুর্নামেন্টে তামিম খেলবেন বিগ বয়েজ ইউনিকারির হয়ে, সাকিবকে দেখা যাবে দুবাই জায়ান্টসের জার্সিতে।

সম্প্রতি বাংলাদেশের জার্সি চিরতরে তুলে রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছেন তামিম। গতকাল রাতে তামিমের একটি রিলস ভিডিও ফেসবুকে পোস্ট করেন।

সেখানে তিনি বলেছেন, ‘রোমাঞ্চের সঙ্গে জানাচ্ছি, লিজেন্ড ৯০–তে আমি বিগ বয়েজদের হয়ে খেলতে যাচ্ছি। ৬ থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত আমাকে এবং অন্যান্য ক্রিকেট কিংবদন্তিদের সরাসরি খেলতে দেখুন রায়পুরে। এটি লিজেন্ডারি হতে যাচ্ছে। দেখা হবে।’

বর্তমানে বিপিএলে খেলতে ব্যস্ত তামিম। নেতৃত্ব দিচ্ছেন গতবারের চ্যাম্পিয়ন ফরচুন বরিশালকে। সাকিবেরও বিপিএলে খেলার কথা ছিল। একসময়ের বিশ্বসেরা অলরাউন্ডারকে কিনেছিল চিটাগং কিংস।

কিন্তু রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশে ফিরতে পারছেন না সাকিব। চেক জালিয়াতির মামলায় সম্প্রতি তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছে। এ ছাড়া ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশনের কারণে আন্তর্জাতিক ক্রিকেটে নিষেধাজ্ঞা কাটাচ্ছেন।

যদিও সাকিব এখনো আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাননি। কিন্তু পরিস্থিতি বলছে, বাংলাদেশের জার্সিতে হয়তো আর কখনো খেলতে দেখা যাবে না তাঁকে। সেই হিসেবে তামিমের মতো তিনিও একপ্রকার সাবেক আন্তর্জাতিক ক্রিকেটারই। তাই লিজেন্ড ৯০ লিগে খেলতে কোনো বাধা নেই।

নতুন এই লিগে তামিম সতীর্থ হিসেবে পাচ্ছেন ক্রিস গেইল, তিলকরত্নে দিলশান, হার্শেল গিবসের মতো কিংবদন্তিদের। সাকিবের দলে আছেন থিসারা পেরেরা, ডোয়াইন স্মিথ, ব্রেন্ডান টেলর, কেভিন ও’ব্রায়েনরা।

সাকিব–তামিম সর্বশেষ মুখোমুখি হয়েছিলেন গত বছরের বিপিএলে। এবারের বিপিএলে সাকিব খেলতে না পারায় অনেকে ভেবেছিলেন, দুজনকে হয়তো আর একসঙ্গে মাঠে দেখা যাবে না। কিন্তু লিজেন্ড ৯০ লিগের সৌজন্যে আগামী মাসেই ভারতে তাঁদের মুখোমুখি হতে দেখা যাবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সদরপুরে মা-ইলিশ রক্ষায় অভিযান: ৭ জেলেকে কারাদণ্ড, ৫ হাজার মিটার জাল জব্দ

সাকিব–তামিম আবারও মুখোমুখি

আপডেট সময় : ০৩:১৪:৫১ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫

যদিও বর্তমানে নানা ইস্যুতে দুজনের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে তবুও দীর্ঘদিনের সতীর্থ তাঁরা। সাকিব আল হাসান ও তামিম ইকবালের দ্বন্দ্বের বিষয়টি কারও অজানা নয়। সেই সাকিব–তামিম আবার মাঠের লড়াইয়ে মুখোমুখি হতে যাচ্ছেন।

সাবেক আন্তর্জাতিক ক্রিকেটারদের নিয়ে আগামী ৬ ফেব্রুয়ারি ভারতের ছত্তিশগড় রাজ্যের রায়পুরে শুরু হচ্ছে লিজেন্ড ৯০ লিগ। সাত দলের এই টুর্নামেন্টে তামিম খেলবেন বিগ বয়েজ ইউনিকারির হয়ে, সাকিবকে দেখা যাবে দুবাই জায়ান্টসের জার্সিতে।

সম্প্রতি বাংলাদেশের জার্সি চিরতরে তুলে রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছেন তামিম। গতকাল রাতে তামিমের একটি রিলস ভিডিও ফেসবুকে পোস্ট করেন।

সেখানে তিনি বলেছেন, ‘রোমাঞ্চের সঙ্গে জানাচ্ছি, লিজেন্ড ৯০–তে আমি বিগ বয়েজদের হয়ে খেলতে যাচ্ছি। ৬ থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত আমাকে এবং অন্যান্য ক্রিকেট কিংবদন্তিদের সরাসরি খেলতে দেখুন রায়পুরে। এটি লিজেন্ডারি হতে যাচ্ছে। দেখা হবে।’

বর্তমানে বিপিএলে খেলতে ব্যস্ত তামিম। নেতৃত্ব দিচ্ছেন গতবারের চ্যাম্পিয়ন ফরচুন বরিশালকে। সাকিবেরও বিপিএলে খেলার কথা ছিল। একসময়ের বিশ্বসেরা অলরাউন্ডারকে কিনেছিল চিটাগং কিংস।

কিন্তু রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশে ফিরতে পারছেন না সাকিব। চেক জালিয়াতির মামলায় সম্প্রতি তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছে। এ ছাড়া ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশনের কারণে আন্তর্জাতিক ক্রিকেটে নিষেধাজ্ঞা কাটাচ্ছেন।

যদিও সাকিব এখনো আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাননি। কিন্তু পরিস্থিতি বলছে, বাংলাদেশের জার্সিতে হয়তো আর কখনো খেলতে দেখা যাবে না তাঁকে। সেই হিসেবে তামিমের মতো তিনিও একপ্রকার সাবেক আন্তর্জাতিক ক্রিকেটারই। তাই লিজেন্ড ৯০ লিগে খেলতে কোনো বাধা নেই।

নতুন এই লিগে তামিম সতীর্থ হিসেবে পাচ্ছেন ক্রিস গেইল, তিলকরত্নে দিলশান, হার্শেল গিবসের মতো কিংবদন্তিদের। সাকিবের দলে আছেন থিসারা পেরেরা, ডোয়াইন স্মিথ, ব্রেন্ডান টেলর, কেভিন ও’ব্রায়েনরা।

সাকিব–তামিম সর্বশেষ মুখোমুখি হয়েছিলেন গত বছরের বিপিএলে। এবারের বিপিএলে সাকিব খেলতে না পারায় অনেকে ভেবেছিলেন, দুজনকে হয়তো আর একসঙ্গে মাঠে দেখা যাবে না। কিন্তু লিজেন্ড ৯০ লিগের সৌজন্যে আগামী মাসেই ভারতে তাঁদের মুখোমুখি হতে দেখা যাবে।