ঢাকা ০১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সদরপুরে মা-ইলিশ রক্ষায় অভিযান: ৭ জেলেকে কারাদণ্ড, ৫ হাজার মিটার জাল জব্দ সদরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত সাতক্ষীরায় স্বাস্থ্য বিভাগের উদ্যোগে টিভিসি ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন মুক্তির আগে ফিলিস্তিনি বন্দীদের ওপর নির্যাতন চালাচ্ছে ইসরায়েল রাজধানীতে ধানের শীষে ভোট চাইলেন যুবদল নেতা সাজ্জাদুল মিরাজ হল্যান্ড-মেসির গোল উৎসবের রাতে পেনাল্টি মিসে ম্লান রোনালদো ২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলতে যা করতে হবে বাংলাদেশকে ইসরায়েলের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়িয়েছে ৬ আরব দেশ আফগানিস্তান সীমান্তে সংঘর্ষে ২৩ সেনা নিহত: পাকিস্তান ঝিনাইদহ সীমান্তে ১৪ জনকে আটক করেছে বিজিবি

আবারও রিয়ালের সভাপতি নির্বাচিত হলেন পেরেজ

রিয়াল মাদ্রিদের সভাপতি পদে অনেক দিন ধরেই আছেন ফ্লোরেন্তিনো পেরেজ। এবার ক্লাবটিতে তাঁর থাকার মেয়াদ আরও বাড়ল। ২০২৯ সাল পর্যন্ত লস ব্লাঙ্কোসদের সভাপতি হিসেবে থাকছেন বলে জানিয়েছে ক্লাবের নির্বাচনী বোর্ড। ২০০৯ সাল থেকে শুরু করে টানা পঞ্চমবার ক্লাবটির প্রধান নির্বাচিত হয়েছেন।

২০০৯, ২০১৩, ২০১৭, ২০২১-এর পর পঞ্চমবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় রিয়ালের সভাপতি হয়েছেন পেরেজ। লাস পালমাসের বিপক্ষে গত রাতে লা লিগায় ম্যাচের পর রিয়াল মাদ্রিদ আনুষ্ঠানিক এক বিবৃতি দিয়েছে। রিয়াল বলেছে, ‘নির্বাচনে একজন মাত্র প্রার্থী থাকায় রিয়াল মাদ্রিদের সভাপতি হিসেবে ঘোষণা করা হয়েছে পেরেজের নাম।’

দ্বিতীয় দফায় ২০০৯ সালে রিয়ালের সভাপতি হওয়ার পর থেকেই একের পর এক শিরোপা পাচ্ছে ক্লাবটি। ২০১২, ২০১৭,২০২০,২০২২, ২০২৪—পাঁচবার জিতেছে লা লিগা। এই সময়ে রিয়াল চ্যাম্পিয়নস লিগ জিতেছে ৬ বার। যার মধ্যে ২০১৬ থেকে ২০১৮ পর্যন্ত চ্যাম্পিয়নস লিগের শিরোপার হ্যাটট্রিক করেছে। ২০২২, ২০২৪ এই দুইবার ইউরোপ শ্রেষ্ঠত্বের শিরোপা রিয়াল জিতেছে কার্লো আনচেলত্তি কোচ থাকা অবস্থায়।

সময়ের দিক থেকে রিয়ালে সর্বোচ্চ সময় কাটিয়েছেন সান্তিয়াগো বার্নাব্যু। ১৯৪৩ থেকে ১৯৭৮ সালের ২ জুন মৃত্যু পর্যন্ত টানা ৩৪ বছর ২৬৪ দিন এই দায়িত্ব পালন করেছেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ পেরেজ এরই মধ্যে ২০ বছর পেরিয়েছেন। সভাপতি হিসেবে তিনিই যে রিয়ালের সফল, সেটা ক্লাবটির ক্যাবিনেটে একের পর এক শিরোপা দেখে সহজেই বলা যায়।

রিয়াল মাদ্রিদের সভাপতি পেরেজ হলেন এই নিয়ে ষষ্ঠবার। প্রথমবার ২০০০ সালে সভাপতি হওয়ার পর ২০০৬ সালে পদত্যাগ করেছিলেন।২০০৯ সাল থেকে টানা ১৬ বছর দায়িত্ব পালন করা পেরেজ ৩ জানুয়ারি ক্লাবের সভাপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু করতে অনুরোধ করেছিলেন। ১৬ দিন পর গতকাল হয়েছেন সভাপতি। রিয়াল মাদ্রিদের বাইলজ অনুসারে, বিকল্প প্রার্থী যদি না থাকে, তাহলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হবেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সদরপুরে মা-ইলিশ রক্ষায় অভিযান: ৭ জেলেকে কারাদণ্ড, ৫ হাজার মিটার জাল জব্দ

আবারও রিয়ালের সভাপতি নির্বাচিত হলেন পেরেজ

আপডেট সময় : ০৩:৩৪:১৯ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫

রিয়াল মাদ্রিদের সভাপতি পদে অনেক দিন ধরেই আছেন ফ্লোরেন্তিনো পেরেজ। এবার ক্লাবটিতে তাঁর থাকার মেয়াদ আরও বাড়ল। ২০২৯ সাল পর্যন্ত লস ব্লাঙ্কোসদের সভাপতি হিসেবে থাকছেন বলে জানিয়েছে ক্লাবের নির্বাচনী বোর্ড। ২০০৯ সাল থেকে শুরু করে টানা পঞ্চমবার ক্লাবটির প্রধান নির্বাচিত হয়েছেন।

২০০৯, ২০১৩, ২০১৭, ২০২১-এর পর পঞ্চমবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় রিয়ালের সভাপতি হয়েছেন পেরেজ। লাস পালমাসের বিপক্ষে গত রাতে লা লিগায় ম্যাচের পর রিয়াল মাদ্রিদ আনুষ্ঠানিক এক বিবৃতি দিয়েছে। রিয়াল বলেছে, ‘নির্বাচনে একজন মাত্র প্রার্থী থাকায় রিয়াল মাদ্রিদের সভাপতি হিসেবে ঘোষণা করা হয়েছে পেরেজের নাম।’

দ্বিতীয় দফায় ২০০৯ সালে রিয়ালের সভাপতি হওয়ার পর থেকেই একের পর এক শিরোপা পাচ্ছে ক্লাবটি। ২০১২, ২০১৭,২০২০,২০২২, ২০২৪—পাঁচবার জিতেছে লা লিগা। এই সময়ে রিয়াল চ্যাম্পিয়নস লিগ জিতেছে ৬ বার। যার মধ্যে ২০১৬ থেকে ২০১৮ পর্যন্ত চ্যাম্পিয়নস লিগের শিরোপার হ্যাটট্রিক করেছে। ২০২২, ২০২৪ এই দুইবার ইউরোপ শ্রেষ্ঠত্বের শিরোপা রিয়াল জিতেছে কার্লো আনচেলত্তি কোচ থাকা অবস্থায়।

সময়ের দিক থেকে রিয়ালে সর্বোচ্চ সময় কাটিয়েছেন সান্তিয়াগো বার্নাব্যু। ১৯৪৩ থেকে ১৯৭৮ সালের ২ জুন মৃত্যু পর্যন্ত টানা ৩৪ বছর ২৬৪ দিন এই দায়িত্ব পালন করেছেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ পেরেজ এরই মধ্যে ২০ বছর পেরিয়েছেন। সভাপতি হিসেবে তিনিই যে রিয়ালের সফল, সেটা ক্লাবটির ক্যাবিনেটে একের পর এক শিরোপা দেখে সহজেই বলা যায়।

রিয়াল মাদ্রিদের সভাপতি পেরেজ হলেন এই নিয়ে ষষ্ঠবার। প্রথমবার ২০০০ সালে সভাপতি হওয়ার পর ২০০৬ সালে পদত্যাগ করেছিলেন।২০০৯ সাল থেকে টানা ১৬ বছর দায়িত্ব পালন করা পেরেজ ৩ জানুয়ারি ক্লাবের সভাপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু করতে অনুরোধ করেছিলেন। ১৬ দিন পর গতকাল হয়েছেন সভাপতি। রিয়াল মাদ্রিদের বাইলজ অনুসারে, বিকল্প প্রার্থী যদি না থাকে, তাহলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হবেন।