ঢাকা ১১:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

জান্নাতের কিছু নেয়ামতের বর্ণনা আছে সুরা তুরে

  • সুইটি আহামেদ
  • আপডেট সময় : ০২:২৭:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪
  • ১২ বার পড়া হয়েছে

Vector illustration concept of arabic religion, Quran surah. Ramadan holiday. For festively cover postcards.

জান্নাতিরা কত নেয়ামতের মধ্যে থাকবে, বিভিন্ন সুরায় তার বিশদ বিবরণ রয়েছে। সুরা তুরের ১৭ থেকে ২৮ নম্বর আয়াতে বেশ কয়েকটি নেয়ামতের বর্ণনা রয়েছে। সেগুলো বর্ণনা করা যাক।

যাঁরা জান্নাতে যাবেন, তাঁরা সুখে ও সম্পদে থাকবেন। সবকিছু আনন্দের সঙ্গে উপভোগ করবেন এবং তাঁরা দোজখ থেকে রক্ষা পাবেন। তৃপ্তির সঙ্গে খাবেন ও পান করবেন। সারি সারি সাজানো আসনে হেলান দিয়ে আরামে বসবেন। অপূর্ব হুর বিয়ে করবেন। সন্তানেরাও তাঁদের সঙ্গে থাকবে। আকাঙ্ক্ষা করামাত্র তাঁরা ফলমূল ও গোশত পাবেন। শরাবের পানপাত্র হাতে আনন্দ–কৌতুক করবেন। তাঁদের সেবায় আশেপাশে থাকবে সুসজ্জিত কিশোরেরা।

সুরা তুর পবিত্র কোরআনের ৫২তম সুরা। এই সুরায় একদিকে আছে শেষ বিদায়ের দিন অবিশ্বাসীদের কঠোর শাস্তির বিবরণ, আরেক দিকে আছে জান্নাতে বিশ্বাসীদের পুরস্কারের কথা। কুরাইশরা মোহাম্মদ (সা.)-কে পাগল, কবি ও জাদুকর আখ্যা দিয়ে বাধা দিত। রাসুল (সা.)–কে আল্লাহ ধৈর্য ধরার নির্দেশ দেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

জান্নাতের কিছু নেয়ামতের বর্ণনা আছে সুরা তুরে

আপডেট সময় : ০২:২৭:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪

জান্নাতিরা কত নেয়ামতের মধ্যে থাকবে, বিভিন্ন সুরায় তার বিশদ বিবরণ রয়েছে। সুরা তুরের ১৭ থেকে ২৮ নম্বর আয়াতে বেশ কয়েকটি নেয়ামতের বর্ণনা রয়েছে। সেগুলো বর্ণনা করা যাক।

যাঁরা জান্নাতে যাবেন, তাঁরা সুখে ও সম্পদে থাকবেন। সবকিছু আনন্দের সঙ্গে উপভোগ করবেন এবং তাঁরা দোজখ থেকে রক্ষা পাবেন। তৃপ্তির সঙ্গে খাবেন ও পান করবেন। সারি সারি সাজানো আসনে হেলান দিয়ে আরামে বসবেন। অপূর্ব হুর বিয়ে করবেন। সন্তানেরাও তাঁদের সঙ্গে থাকবে। আকাঙ্ক্ষা করামাত্র তাঁরা ফলমূল ও গোশত পাবেন। শরাবের পানপাত্র হাতে আনন্দ–কৌতুক করবেন। তাঁদের সেবায় আশেপাশে থাকবে সুসজ্জিত কিশোরেরা।

সুরা তুর পবিত্র কোরআনের ৫২তম সুরা। এই সুরায় একদিকে আছে শেষ বিদায়ের দিন অবিশ্বাসীদের কঠোর শাস্তির বিবরণ, আরেক দিকে আছে জান্নাতে বিশ্বাসীদের পুরস্কারের কথা। কুরাইশরা মোহাম্মদ (সা.)-কে পাগল, কবি ও জাদুকর আখ্যা দিয়ে বাধা দিত। রাসুল (সা.)–কে আল্লাহ ধৈর্য ধরার নির্দেশ দেন।