ঢাকা ১১:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

মালদ্বীপে সরকারি ৩ ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:২৮:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
  • ৪৬ বার পড়া হয়েছে

মালদ্বীপে সরকারি ৩ ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড

মালদ্বীপের প্রধান বাণিজ্যিক শহর মালেতে তিনটি সরকারি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুনে একটি ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। আশপাশের কয়েকটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনটি মন্ত্রণালয়ের কাজ পুরোপুরি বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) স্থানীয় সময় ভোরে মালের একটি সরকারি ভবনে আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পাশের আরও দুটি সরকারি ভবনে। অগ্নিকাণ্ডে একটি ভবন সম্পূর্ণ পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বাকি দুটি ভবনও। পুড়ে ছাই হয়েছে গুরুত্বপূর্ণ নথিপত্র।

 
তবে, এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ করেন দমকল কর্মীরা। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও এখনও ধোঁয়ায় ছেয়ে আছে চারপাশ। 
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলের পাশেই একটি খাদ্যগুদাম রয়েছে। সেখানে বাংলাদেশিসহ অন্য দেশের বহু অভিবাসী কাজ করেন। ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেয়া হয়। অবকাঠামো, আবাসন ও পরিবেশ মন্ত্রণালয়ের ভবনগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় আপাতত বন্ধ রয়েছে সকল কার্যক্রম। 
 
তবে কী কারণে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। ঘটনা তদন্তে কাজ করছে পুলিশ।
 
এদিকে, ঘটনার পরপরই দেশটির প্রেসিডেন্ট ও স্বরাষ্ট্রমন্ত্রী ঘটনাস্থল পরিদর্শন করেন।
ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

মালদ্বীপে সরকারি ৩ ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড

আপডেট সময় : ০১:২৮:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪

মালদ্বীপের প্রধান বাণিজ্যিক শহর মালেতে তিনটি সরকারি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুনে একটি ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। আশপাশের কয়েকটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনটি মন্ত্রণালয়ের কাজ পুরোপুরি বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) স্থানীয় সময় ভোরে মালের একটি সরকারি ভবনে আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পাশের আরও দুটি সরকারি ভবনে। অগ্নিকাণ্ডে একটি ভবন সম্পূর্ণ পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বাকি দুটি ভবনও। পুড়ে ছাই হয়েছে গুরুত্বপূর্ণ নথিপত্র।

 
তবে, এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ করেন দমকল কর্মীরা। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও এখনও ধোঁয়ায় ছেয়ে আছে চারপাশ। 
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলের পাশেই একটি খাদ্যগুদাম রয়েছে। সেখানে বাংলাদেশিসহ অন্য দেশের বহু অভিবাসী কাজ করেন। ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেয়া হয়। অবকাঠামো, আবাসন ও পরিবেশ মন্ত্রণালয়ের ভবনগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় আপাতত বন্ধ রয়েছে সকল কার্যক্রম। 
 
তবে কী কারণে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। ঘটনা তদন্তে কাজ করছে পুলিশ।
 
এদিকে, ঘটনার পরপরই দেশটির প্রেসিডেন্ট ও স্বরাষ্ট্রমন্ত্রী ঘটনাস্থল পরিদর্শন করেন।