ঢাকা ০৫:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে রাতের আড্ডায় মাতলেন উপদেষ্টা সাখাওয়াত

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪২:৪১ পূর্বাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪
  • ৯ বার পড়া হয়েছে

যশোর শহর ঘুরে দেখলেন অন্তর্বর্তী সরকারের নৌ-পরিবহন, শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। শুক্রবার (৬ ডিসেম্বর) রাত ৮টার দিকে যশোরের দড়াটানা, ধর্মতলা এলাকাসহ কয়েকটি স্থান ঘুরে জনতার সঙ্গে আড্ডা দিয়েছেন। এ সময় স্থানীয় সব খাবারও খান তিনি।

জেলা প্রশাসন ও সরেজমিনে ঘুরে জানা গেছে, দুই দিনের রাষ্ট্রীয় সফরে অন্তর্বর্তী সরকারের নৌ-পরিবহন, শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন শুক্রবার সকালে যশোরে আসেন। এরপর তিনি বেনাপোল বন্দর পরিদর্শন করেন। পরিদর্শন শেষে এদিন বিকেলে তিনি যশোর সার্কিট হাউজে উঠেন।

বিশ্রাম শেষে তিনি রাতে যশোর শহর ঘুরার উদ্দেশ্য বের হন। প্রথমে তিনি যশোর জেলা প্রশাসকের কার্যালয় ও কালেক্টরেট ভবন এবং পার্ক ঘুরে দেখেন। এরপর তিনি কালেক্টরেট ভবনের সামনের সড়কে অবস্থিত কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের পরিচালনায় একটি অস্থায়ী ফুড কোর্টে আসেন। সেখানে শিক্ষার্থীদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির এই উদ্যোগকে তিনি প্রশংসা করেন। এর পর আইডিয়ার ফুড কার্ডের ভ্যানে  সাজানো দেশীয় সব পিঠার স্বাদ নেন। এ সময় তিনি স্মৃতিমন্থর করেন শৈশবকালের পিঠায় দাদি-নানিদের স্পর্শের কথা। আড্ডাকালে তিনি এই শহরের নানা স্থাপনা, ব্যক্তি ও সড়কগুলোকে নিয়ে স্মৃতিচারণ করেন।

তিনি বলেন, এই শহর অনেক পুরোনো। অনেক স্মৃতি আমার। অনেক সড়ক এবং স্থাপনা আছে যা এখনও স্মৃতিমন্থর করি। সময়ের সাথে এই শহর পরিবর্তন ঘটেছে। তবে সুপরিকল্পিতভাবে শহরটাকে সুন্দর করতে তিনি স্থানীয় প্রশাসনকে উদ্যোগ নেয়ার আহ্বান জানান।

এ সময় তার সামনে দাঁড়িয়ে থাকা উৎসুক জনতাকে এই শহরে তার স্মৃতির নানা ঘটনা বলেও শুনান। এরপর তিনি যশোরের অন্য প্রান্ত ধর্মতলায় যান। সেখানে তিনি স্থানীয়ভাবে জনপ্রিয় গরুর দুধের চা পান করেন এবং জনসাধারণের সঙ্গে কথাবার্তা বলেন।

এদিকে, বিশেষ কোন প্রটোকল বাদেই সাধারণ বেশে শহর ঘুরে বেড়ানো এবং জনসাধারণের সঙ্গে মিশে খাবার খাওয়ার বিষয়টির প্রশংসা করেছেন যশোরবাসী। অনেকেই উপদেষ্টার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে বলছেন, ‘রাষ্ট্রের জনগুরুত্বপূর্ণ মানুষ; সড়কের পাশে বসে খাবার খাচ্ছে। এমন পরিবর্তন তো চাই!’

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

যশোরে রাতের আড্ডায় মাতলেন উপদেষ্টা সাখাওয়াত

আপডেট সময় : ০২:৪২:৪১ পূর্বাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪

যশোর শহর ঘুরে দেখলেন অন্তর্বর্তী সরকারের নৌ-পরিবহন, শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। শুক্রবার (৬ ডিসেম্বর) রাত ৮টার দিকে যশোরের দড়াটানা, ধর্মতলা এলাকাসহ কয়েকটি স্থান ঘুরে জনতার সঙ্গে আড্ডা দিয়েছেন। এ সময় স্থানীয় সব খাবারও খান তিনি।

জেলা প্রশাসন ও সরেজমিনে ঘুরে জানা গেছে, দুই দিনের রাষ্ট্রীয় সফরে অন্তর্বর্তী সরকারের নৌ-পরিবহন, শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন শুক্রবার সকালে যশোরে আসেন। এরপর তিনি বেনাপোল বন্দর পরিদর্শন করেন। পরিদর্শন শেষে এদিন বিকেলে তিনি যশোর সার্কিট হাউজে উঠেন।

বিশ্রাম শেষে তিনি রাতে যশোর শহর ঘুরার উদ্দেশ্য বের হন। প্রথমে তিনি যশোর জেলা প্রশাসকের কার্যালয় ও কালেক্টরেট ভবন এবং পার্ক ঘুরে দেখেন। এরপর তিনি কালেক্টরেট ভবনের সামনের সড়কে অবস্থিত কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের পরিচালনায় একটি অস্থায়ী ফুড কোর্টে আসেন। সেখানে শিক্ষার্থীদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির এই উদ্যোগকে তিনি প্রশংসা করেন। এর পর আইডিয়ার ফুড কার্ডের ভ্যানে  সাজানো দেশীয় সব পিঠার স্বাদ নেন। এ সময় তিনি স্মৃতিমন্থর করেন শৈশবকালের পিঠায় দাদি-নানিদের স্পর্শের কথা। আড্ডাকালে তিনি এই শহরের নানা স্থাপনা, ব্যক্তি ও সড়কগুলোকে নিয়ে স্মৃতিচারণ করেন।

তিনি বলেন, এই শহর অনেক পুরোনো। অনেক স্মৃতি আমার। অনেক সড়ক এবং স্থাপনা আছে যা এখনও স্মৃতিমন্থর করি। সময়ের সাথে এই শহর পরিবর্তন ঘটেছে। তবে সুপরিকল্পিতভাবে শহরটাকে সুন্দর করতে তিনি স্থানীয় প্রশাসনকে উদ্যোগ নেয়ার আহ্বান জানান।

এ সময় তার সামনে দাঁড়িয়ে থাকা উৎসুক জনতাকে এই শহরে তার স্মৃতির নানা ঘটনা বলেও শুনান। এরপর তিনি যশোরের অন্য প্রান্ত ধর্মতলায় যান। সেখানে তিনি স্থানীয়ভাবে জনপ্রিয় গরুর দুধের চা পান করেন এবং জনসাধারণের সঙ্গে কথাবার্তা বলেন।

এদিকে, বিশেষ কোন প্রটোকল বাদেই সাধারণ বেশে শহর ঘুরে বেড়ানো এবং জনসাধারণের সঙ্গে মিশে খাবার খাওয়ার বিষয়টির প্রশংসা করেছেন যশোরবাসী। অনেকেই উপদেষ্টার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে বলছেন, ‘রাষ্ট্রের জনগুরুত্বপূর্ণ মানুষ; সড়কের পাশে বসে খাবার খাচ্ছে। এমন পরিবর্তন তো চাই!’