দীর্ঘ ১৬ বছর পরে প্রকাশ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) দুপুর ৩টায় থেকে দিনব্যাপী শহরের মুক্তির মোড় নওজোয়ান মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। নওগাঁ জেলা জামাতে ইসলামী’র সভাপতি ও জেলার আমির ড. আব্দুর রাকিব এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ড. শফিকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামাতে ইসলামী কেন্দ্রীয় কমিটির সদস্য বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ্য শাহাবুদ্দিন।
দীর্ঘ ১৬ বছর পর প্রকাশ্যে এই সম্মেলন উপলক্ষে জেলার বিভিন্ন এলাকায় তোরণ নির্মাণ করে নওগাঁ জেলা জামায়াতে ইসলামী। সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ লক্ষ করা যায়।
উল্লেখ্য, ২০১০ সালের পর থেকে এভাবে প্রকাশ্যে সকল রুকনদের একসঙ্গে নিয়ে সম্মেলন করা সম্ভব হয়নি, কিন্তু কার্যক্রম থেমে থাকেনি। গ্রুপ করে স্মমেলন হয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের পর এবার বড় পরিসরে জেলার প্রায় এক হাজার নারী- পুরুষ রুকনদের নিয়ে সম্মেলন হয়েছে। এই সম্মেলনের মাধ্যমে রুকনদের সরাসরি ভোটের মধ্যে নতুন আমির নির্বাচিত হবে।