কুষ্টিয়ায় বিজিবি যৌথ অভিযান পরিচালনা করে এক কোটি বিশ লক্ষ পঁচানব্বই হাজার সাতশত টাকার নিষিদ্ধ পলিথিন ও স্টার ফ্রুট স্রাপ আটক করেছে।কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মোর্শেদ রহমান এক লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন তিনি লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১৮ অক্টোবর সন্ধ্যা হতে ১৯ অক্টোবর রাত ১ টা পর্যন্ত কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলাধীন শুড়শুড়ী বাজারে ৩টি গোডাউনে যৌথ অভিযান পরিচালনা করে ২১,০৬৫ কেজি অবৈধ নিষিদ্ধ পলিথিন ও ৩,৯০৮ বোতল স্টার ফ্রুট স্রাপ জব্দ করা হয় ।এই অভিযান পরিচালনা করেন মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা।এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ও বিজিবির সহকারী পরিচালক জাকিরুল ইসলাম।জব্দকৃত নিষিদ্ধ পলিথিন পরিবেশ অধিদপ্তরে জমা করা সহ অবৈধ ফ্রুট স্রাপ পুড়িয়ে ধ্বংস করার কার্যক্রম চলমান রয়েছে।
সংবাদ শিরোনাম ::
কুষ্টিয়ায় বিজিবির যৌথ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন সহ চোরাচালান মালামাল আটক
-
এন এইস সোহান, কুষ্টিয়া
- আপডেট সময় : ০১:১০:৫৮ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
- ৫৭ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ