ধানের শীষে ভোট চেয়ে রাজধানীতে মিছিল করেছে যুবদল। মিছিলটি শনিবার বিকেলে গাবতলী থেকে শুরু হয়ে মিরপুর মাজার রোড, মিরপুর-১ প্রদক্ষিণ করে শাহ আলী থানার ঈদগাহ মাঠে গিয়ে শেষ হয়।
ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্যসচিব সাজ্জাদুল মিরাজের নেতৃত্বে এ মিছিলে অংশ নেন মহানগর উত্তর বিএনপি’র বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীরা।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে সাজ্জাদুল মিরাজ বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা নির্বাচনী মাঠে নেমেছি। প্রতিটি নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে জনগণের কাছে পৌঁছাতে হবে। তাদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার এ সংগ্রামে অংশ নিতে হবে।
তিনি আরও বলেন, দেশের মানুষের ভোটের অধিকার পুনরুদ্ধার এবং গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে আমরা গত ১৬ বছর ধরে রাজপথে আছি। রাজপথেই যুবদল, ছাত্রদল ও বিএনপি’র অসংখ্য নেতা-কর্মী গুম, খুন ও হত্যার শিকার হয়েছেন। কিন্তু আমরা দমে যাইনি। দেশের মানুষের অধিকার আদায়ের এ লড়াইয়ে আমরা শেষ পর্যন্ত থাকব।