ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সদরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত সাতক্ষীরায় স্বাস্থ্য বিভাগের উদ্যোগে টিভিসি ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন মুক্তির আগে ফিলিস্তিনি বন্দীদের ওপর নির্যাতন চালাচ্ছে ইসরায়েল রাজধানীতে ধানের শীষে ভোট চাইলেন যুবদল নেতা সাজ্জাদুল মিরাজ হল্যান্ড-মেসির গোল উৎসবের রাতে পেনাল্টি মিসে ম্লান রোনালদো ২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলতে যা করতে হবে বাংলাদেশকে ইসরায়েলের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়িয়েছে ৬ আরব দেশ আফগানিস্তান সীমান্তে সংঘর্ষে ২৩ সেনা নিহত: পাকিস্তান ঝিনাইদহ সীমান্তে ১৪ জনকে আটক করেছে বিজিবি রাবি ছাত্রলীগ কর্মী ফারুক হত্যা মামলার সব আসামি বেকসুর খালাস

ইসরায়েলের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়িয়েছে ৬ আরব দেশ

  • sharmin sanjida
  • আপডেট সময় : ০৬:১১:৫৬ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
  • ১৪ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের সহযোগিতায় গত তিন বছরে ইসরায়েলের সঙ্গে ছয়টি আরব দেশ নিরাপত্তা সহযোগিতা বাড়িয়েছে। এর মধ্যে ইরানের বিরুদ্ধে যৌথ উদ্যোগ নেওয়ার বিষয়টিও অন্তর্ভুক্ত।

ওয়াশিংটন পোস্টের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে, রাশিয়ার বার্তা সংস্থা তাস। ফাঁস হওয়া মার্কিন নথির বরাত দিয়ে শনিবার প্রতিবেদন প্রকাশ করেছে ওয়াশিংটন পোস্ট। 

পত্রিকাটি উল্লেখ করেছে, গুরুত্বপূর্ণ আরব রাষ্ট্রগুলো গাজা উপত্যকায় যুদ্ধের নিন্দা করলেও, নীরবে ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে নিরাপত্তা সহযোগিতা বাড়িয়েছে। এই দেশগুলো হলো- বাহরাইন, মিশর, জর্ডান, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব।

মার্কিন সেন্ট্রাল কমান্ড থেকে অভ্যন্তরীণ নথি পেয়েছেন ওয়াশিংটন পোস্টের সাংবাদিকরা। সেন্ট্রাল কমান্ড মধ্যপ্রাচ্য জুড়ে কার্যক্রম পরিচালনা করে। তাদের নথিগুলো দেখায় যে, ইরানের পক্ষ থেকে আসা হুমকিই ইসরায়েল ও ছয় আরব দেশের মধ্যে সম্পর্ক ঘনিষ্ঠ করার মূল চালিকাশক্তি। একটি নথিতে ইরান ও তাদের মিত্রদের ‘অশুভ’ হিসেবে বর্ণনা করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত তিন বছরে, যুক্তরাষ্ট্রের সহায়তায় ইসরায়েল ও ছয়টি আরব দেশের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারা বাহরাইন, মিশর, জর্ডান এবং কাতারে একাধিক পরিকল্পনা সভায় অংশ নেন। এই সভাগুলোর তথ্য গোপন রাখা হয়েছিল। এই সভাগুলোর নতুন জোট গঠনের জন্য ছিল না। বরং আঞ্চলিক নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।

নথিগুলোতে কুয়েত ও ওমানকে সহযোগিতার জন্য সম্ভাব্য অংশীদার হিসেবে উল্লেখ করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সদরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ইসরায়েলের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়িয়েছে ৬ আরব দেশ

আপডেট সময় : ০৬:১১:৫৬ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫

যুক্তরাষ্ট্রের সহযোগিতায় গত তিন বছরে ইসরায়েলের সঙ্গে ছয়টি আরব দেশ নিরাপত্তা সহযোগিতা বাড়িয়েছে। এর মধ্যে ইরানের বিরুদ্ধে যৌথ উদ্যোগ নেওয়ার বিষয়টিও অন্তর্ভুক্ত।

ওয়াশিংটন পোস্টের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে, রাশিয়ার বার্তা সংস্থা তাস। ফাঁস হওয়া মার্কিন নথির বরাত দিয়ে শনিবার প্রতিবেদন প্রকাশ করেছে ওয়াশিংটন পোস্ট। 

পত্রিকাটি উল্লেখ করেছে, গুরুত্বপূর্ণ আরব রাষ্ট্রগুলো গাজা উপত্যকায় যুদ্ধের নিন্দা করলেও, নীরবে ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে নিরাপত্তা সহযোগিতা বাড়িয়েছে। এই দেশগুলো হলো- বাহরাইন, মিশর, জর্ডান, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব।

মার্কিন সেন্ট্রাল কমান্ড থেকে অভ্যন্তরীণ নথি পেয়েছেন ওয়াশিংটন পোস্টের সাংবাদিকরা। সেন্ট্রাল কমান্ড মধ্যপ্রাচ্য জুড়ে কার্যক্রম পরিচালনা করে। তাদের নথিগুলো দেখায় যে, ইরানের পক্ষ থেকে আসা হুমকিই ইসরায়েল ও ছয় আরব দেশের মধ্যে সম্পর্ক ঘনিষ্ঠ করার মূল চালিকাশক্তি। একটি নথিতে ইরান ও তাদের মিত্রদের ‘অশুভ’ হিসেবে বর্ণনা করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত তিন বছরে, যুক্তরাষ্ট্রের সহায়তায় ইসরায়েল ও ছয়টি আরব দেশের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারা বাহরাইন, মিশর, জর্ডান এবং কাতারে একাধিক পরিকল্পনা সভায় অংশ নেন। এই সভাগুলোর তথ্য গোপন রাখা হয়েছিল। এই সভাগুলোর নতুন জোট গঠনের জন্য ছিল না। বরং আঞ্চলিক নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।

নথিগুলোতে কুয়েত ও ওমানকে সহযোগিতার জন্য সম্ভাব্য অংশীদার হিসেবে উল্লেখ করা হয়েছে।