ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ডেঙ্গুতে ৯ মাসে ২০০ মৃত্যু

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
  • ১৭ বার পড়া হয়েছে

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গতকাল বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও দুজন মারা গেছেন। তাদের একজন নারী, অন্যজন পুরুষ। তারা ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। দুজনের বয়স ১৬ থেকে ২৫ বছরের মধ্যে। এর মধ্য দিয়ে মশাবাহিত রোগটিতে চলতি বছর এ পর্যন্ত ২০০ জন মারা গেছেন। 
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। পরিসংখ্যানে দেখা গেছে, ২০২৪ সালের প্রথম ৯ মাসে ডেঙ্গুতে মারা যান ৫৭৫ জন। ২০২৩ সালে এ সংখ্যা ছিল এক হাজার ৭০৫ জন, ২০২২ সালে ২৮১, ২০২১ সালে ১০৫ ও ২০১৯ সালে ১৭৯ জন। 

অক্টোবরের প্রথম দিন গতকাল দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৯০ জন। এ নিয়ে চলতি বছরের এ পর্যন্ত হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে ৪৭ হাজার ৮৩২ জনে পৌঁছাল। এ বছর আক্রান্ত ও মৃত্যুর মধ্যে সবচেয়ে বেশি হয়েছে সেপ্টেম্বরে। সদ্য শেষ হওয়া মাসটিতে ১৫ হাজার ৮৬৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন; মারা গেছেন ৭৬ জন।
এর আগে জুলাই মাসে ডেঙ্গু নিয়ে ১০ হাজার ৬৮৪ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এ ছাড়া জানুয়ারিতে এক হাজার ১৬১, ফেব্রুয়ারিতে ৩৭৪, মার্চে ৩৩৬, এপ্রিলে ৭০১, মে মাসে এক হাজার ৭৭৩, জুনে পাঁচ হাজার ৯৫১ জন এবং আগস্টে ১০ হাজার ৪৯৬ রোগী ভর্তি হয়েছেন।
গত জুলাইয়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৪১ জনের মৃত্যু হয়। তার আগে জানুয়ারিতে ১০, ফেব্রুয়ারিতে তিন, এপ্রিলে সাত, মে মাসে তিন, জুনে ১৯ এবং আগস্টে ৩৯ জন মারা গেছেন। মার্চে কেউ মারা যাননি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গুতে ৯ মাসে ২০০ মৃত্যু

আপডেট সময় : ০১:০৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গতকাল বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও দুজন মারা গেছেন। তাদের একজন নারী, অন্যজন পুরুষ। তারা ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। দুজনের বয়স ১৬ থেকে ২৫ বছরের মধ্যে। এর মধ্য দিয়ে মশাবাহিত রোগটিতে চলতি বছর এ পর্যন্ত ২০০ জন মারা গেছেন। 
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। পরিসংখ্যানে দেখা গেছে, ২০২৪ সালের প্রথম ৯ মাসে ডেঙ্গুতে মারা যান ৫৭৫ জন। ২০২৩ সালে এ সংখ্যা ছিল এক হাজার ৭০৫ জন, ২০২২ সালে ২৮১, ২০২১ সালে ১০৫ ও ২০১৯ সালে ১৭৯ জন। 

অক্টোবরের প্রথম দিন গতকাল দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৯০ জন। এ নিয়ে চলতি বছরের এ পর্যন্ত হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে ৪৭ হাজার ৮৩২ জনে পৌঁছাল। এ বছর আক্রান্ত ও মৃত্যুর মধ্যে সবচেয়ে বেশি হয়েছে সেপ্টেম্বরে। সদ্য শেষ হওয়া মাসটিতে ১৫ হাজার ৮৬৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন; মারা গেছেন ৭৬ জন।
এর আগে জুলাই মাসে ডেঙ্গু নিয়ে ১০ হাজার ৬৮৪ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এ ছাড়া জানুয়ারিতে এক হাজার ১৬১, ফেব্রুয়ারিতে ৩৭৪, মার্চে ৩৩৬, এপ্রিলে ৭০১, মে মাসে এক হাজার ৭৭৩, জুনে পাঁচ হাজার ৯৫১ জন এবং আগস্টে ১০ হাজার ৪৯৬ রোগী ভর্তি হয়েছেন।
গত জুলাইয়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৪১ জনের মৃত্যু হয়। তার আগে জানুয়ারিতে ১০, ফেব্রুয়ারিতে তিন, এপ্রিলে সাত, মে মাসে তিন, জুনে ১৯ এবং আগস্টে ৩৯ জন মারা গেছেন। মার্চে কেউ মারা যাননি।